ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে শান্তি ফিরতে পারে পশ্চিম ইউরোপে (USA vs Ukraine)। গত তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অশান্ত পশ্চিম ইউরোপ। সেই যুদ্ধ বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহও বন্ধ করে দিয়েছে আমেরিকা। এমনকি রাশিয়ার সঙ্গে সম্পর্কে দূরত্বও কমেছে আমেরিকার। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্টকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাময়িক বিরতিতে সম্মতি দিতে পারেন বলে কিছু সূত্রে জানা গেছে।
সাময়িক যুদ্ধবিরতিতে পুতিনের শর্ত (USA vs Ukraine)
রাশিয়ার একাধিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে পারেন (USA vs Ukraine)। তবে সেক্ষেত্রে ইউক্রেনের সামনে রাখতে পারেন বেশ কিছু শর্ত। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে গিয়ে রাশিয়া ইউক্রেনের সামনে কী কী শর্ত রাখতে পারেন সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
আমেরিকার সঙ্গে রাশিয়ার আলোচনা (USA vs Ukraine)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রথম থেকেই সক্রিয় হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA vs Ukraine)। প্রেসিডেন্ট হওয়ার পরই তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধও করে দিয়েছেন। এরই পাশাপাশি গত মাসে আমেরিকার আধিকারিকরা সঙ্গে রুশ আধিকারিকদের আলোচনায় বসেন যাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়। অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমেই আগামী দিনে আমেরিকার হাত ধরে চূড়ান্ত শান্তির পথ খুলতে পারে।
আরও পড়ুন: Vladimir Putin: শর্ত দিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে রাজি পুতিন?

ট্রাম্পের বার্তা
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেনকে আলোচনার মাধ্যমে শান্তির পথ বের করার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির জ়েলেনস্কিকে এ বিষয়ে শান্তির পথে এগিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন ট্রাম্প। কিন্তু, বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্পের অনড় মনোভাব এক্ষেত্রে শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।এরই মধ্যে আমেরিকাতে ট্রাম্পের সঙ্গে জ়েলেনস্কির আলোচনা ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইউক্রেনের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে। তবে আমেরিকার সাহায্য ছাড়া ইউক্রেন যে খুব বেশি দিন এই যুদ্ধ চালাতে পারবে না তাও ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: USA-EU Relation: ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল, আমেরিকার ক্ষেপণাস্ত্র মোতায়েন! কেন এই পদক্ষেপ?
রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বোঝাপড়া
রাশিয়ার সঙ্গে এই যুদ্ধের শুরু থেকেই কখনো নরম, আবার কখনো গরম নীতি নিয়েছে আমেরিকা। কখনো রাশিয়ার পণ্যে বেশি হারে শুল্ক আরোপ করেছেন, আবার কখনো নানা বিধিনিষেধের হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে আবার ট্রাম্পের মুখেই শোনা গেছে পুতিনের ভূয়সী প্রশংসা। এমনকি এই বিষয়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী। তিনি বলেন, তাঁর কাছে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করার থেকে রাশিয়ার সঙ্গে করা বেশি সহজ। অন্যদিকে ট্রাম্পের এই রাশিয়া প্রেম শুধু ইউক্রেন নয়, ইউরোপের অন্যান্য দেশগুলির মধ্যেও ভয় তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা।