ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুম মানেই সাজগোজ আড্ডা আর ভুরিভোজ। দেখতে দেখতে বেজে গিয়েছে ঢাকের বাদ্যি। আজ মহাচতুর্থী। ফাঁকায় ফাঁকায় প্রিয়জনের সঙ্গে ঠাকুর দেখতে আগেভাগেই বেরিয়ে পড়তে পারেন। আর যদি ভিড় এড়িয়ে নিরিবিলিতে প্রতিমা, মণ্ডপ দর্শন করতে চান তাহলে আপনার জন্য চতুর্থী-পঞ্চমীই হল সবথেকে ভালো সময়।
তাহলে আর দেরি কেন টুক করে সাজুগুজু করে আজই প্রিয়জনের হাত ধরে বেরিয়ে পড়ুন প্যান্ডেল হপিংয়ে। তবে উৎসবের দিনগুলিতে ঘুরতে বেরোবেন কিন্তু কোন পোষাকের সঙ্গে কেমন জুয়েলারি পরবেন বুঝতে পারছেন না! তাহলে আজ থেকেই ট্রাই করুন এই জুয়েলারিগুলো…
To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
আরও পড়ুন: https://tribetv.in/here-the-seven-food-that-helps-to-secure-your-kidney-to-good/
- উৎসবের মরশুমে সোনা-রুপোর ব্যাপক চাহিদা থাকলেও হলুদ ধাতুর যা দাম তার উপরে ভিড়ের মধ্যে সোনার গয়না পরে রাস্তায় বেরনো বেশ চাপের বিষয়। পুজোর দিনগুলিতে আপনি জার্মান সিলভার, অক্সিডাইজের জুয়েলারি ট্রাই করতে পারেন।
- পুজোয় এক রঙের শাড়ি বা কুর্তি পছন্দ করলে সঙ্গে পরতে পারেন ট্রাইবাল জুয়েলারি। রংবেরঙের পুঁতি, কয়েন বা নুড়ি পাথর দিয়ে তৈরি এই ট্রাইবাল জুয়েলারি কিন্তু বেশ মানাবে আপনাকে। কেবল শাড়ি নয়, এক কাটের পোশাক হোক বা লং স্কার্ট, সব কিছুর সঙ্গেই এই গয়না পরলে আপনার সাজ অন্যরকম হতে আর কে আটকায়।
- সাজে বৈচিত্র আনতে চাইলে জার্মান সিলভারের গয়নার উপরে ভরসা রাখুন। হাতের বালা থেকে, নাকের নলক কিংবা ছোট কানের দুল থেকে ভারী গলার হার, পাবেন সব কিছুই।