ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রোজ অফিস, অগত্যা বাইরে বেরোতেই হয়। চুলে ধুলো-ময়লা যাতে না জমে তাই নিয়মিত শ্যাম্পুও করেন। যেদিন চুলে শ্যাম্পু করলেন, সেদিনটা ঝকঝক করল। কিন্তু একটা দিন যেতে না যেতেই মাথা তৈলাক্ত(Oily Scalp Tips)। একদম তেলতেলে হয়ে গেল চুল। কিন্তু কারণটা কী? কেন এমন হয়? ভিজে চুল ঠিকমতো না শুকোলেও অনেক সময়ে এমন সমস্যা হয়। মাথার ত্বকে ঘাম বসেও চুল তেলতেলে হয়ে যেতে পারে। তবে কেশচর্চা শিল্পীরা বলছেন, চুল পরিচর্যার ভুলেও কিন্তু এমনটা হতে পারে। কী ভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন?
শিকাকাই ও আমলা(Oily Scalp Tips)
মাথার তৈলাক্ত(Oily Scalp Tips) ত্বক থেকে মুক্তি পেতে আপনি শিকাকাই ও আমলা ব্যবহার করতে পারেন। শিকাকাইয়ের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা চুলে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। ফলে এই দু’টি উপাদানকে কাজে লাগিয়ে আপনি একটি শ্যাম্পু বানিয়ে নিতে পারেন। এই শ্যাম্পু বানাতে ২ কাপ জল নিন। এর মধ্যে এক টেবিল চামচ শিকাকাই এবং এক টেবিল চামচ আমলা পাউডার দিন। এবার এই মিশ্রণটি ভালভাবে ফুটিয়ে নিন। তারপর এই জল হালকা গরম হয়ে গেলে, এই জলটি ছেঁকে নিন। এবার এটি মাথার ত্বকে লাগিয়ে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু বা জল দিয়ে ধুয়ে ফেলুন।

মেহেন্দি(Oily Scalp Tips)
মাথার তৈলাক্ত(Oily Scalp Tips) ত্বক থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন মেহেন্দি। এটি আপনার চুলের জন্য খুবই উপকারী। এমনকী অনেক কম সময়েই এই মেহেন্দি প্যাক তৈরি করা যায়। তৈরি করতে 5 টেবিল চামচ মেহেদি নিন।এর মধ্যে দুই টেবিল চামচ নারকেল তেল এবং দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার ভাল করে মিশিয়ে নিন। তারপর অর্ধেক মিশ্রণটি আপনার চুলে এবং মাথার ত্বকে লাগান। তারপর এক ঘণ্টা চুলে এই প্যাক রেখে ঢেকে রাখুন। এরপর হালকা শ্যাম্পু বা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক চুল থেকে খুশকি দূর করতে সাহায্য করতে পারে। যার কারণে চুল আর তৈলাক্ত হয় না।

আরও পড়ুন: 10 April Horoscope: চাকরি খুঁজে থাকলে, ইতিবাচক খবর, স্বাস্থ্য নিয়ে থাকুন সতর্ক!
স্যালিসিলিক অ্যাসিড-যুক্ত শ্যাম্পু
চুল তেলতেলে হয়ে যাচ্ছে বলে রোজ শ্যাম্পু করতে যাবেন না। তাতে স্ক্যাল্পের নিজস্ব তেল ধুয়ে যায়। মাথার ত্বক যাতে অতিরিক্ত শুষ্ক হয়ে না পড়ে, সে কারণে শরীর নিজস্ব প্রতিরোধ শক্তি ব্যবহার করে সেবাম বা তেলের ক্ষরণ বাড়িয়ে তোলে। ফলে মাথার ত্বক, চুল তেলেতেলে হয়ে পড়ে। যাঁদের রোজ বাইরে যেতে হয় তাঁরা সপ্তাহে তিন দিন, অর্থাৎ এক দিন অন্তর শ্যাম্পু করলেই ভাল। যদি সম্ভব হয়, সালফেট ফ্রি টি ট্রি অয়েল বা স্যালিসিলিক অ্যাসিড-যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন।

আরও পড়ুন: Daily Horoscope: চাকরি পেশায় থাকলে লাভের আশা, শরীর খারাপ হওয়ার আশঙ্কা, জানুন রাশিফল!
কন্ডিশনারের ব্যবহার
শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার মাখতে হবে। না হলে চুল রুক্ষ হয়ে যাবে, আর্দ্রতা ধরে রাখার ক্ষমতাও থাকবে না। তবে কন্ডিশনার মাখারও নিয়ম আছে। চুলের দৈর্ঘ্য ছেড়ে তা যদি মাথার ত্বকে মাখতে যান, তা হলে সমস্যা হবে। মাথার ত্বক তেলতেলে হয়ে যাবে এবং চুলও উঠবে। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলেও ভাল করে চুল ধুয়ে নিতে হবে।