ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দলগুলি ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে (Vaibhav in U19 Squad), তারপরে পাঁচ ম্যাচের যুব একদিনের সিরিজ এবং দুটি বহু-দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২৪ জুন থেকে ২৩ জুলাই, ২০২৫ পর্যন্ত নির্ধারিত রয়েছে।
আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারত অনূর্ধ্ব-১৯ দল (Vaibhav in U19 Squad)
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ২০২৫ সালের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে (Vaibhav in U19 Squad)। সফর চলবে ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত। সফরে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব ওয়ান ডে ম্যাচ এবং দুটি মাল্টি-ডে ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল।
আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসা বৈভব সূর্যবংশী এই দলে জায়গা পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা আয়ুষ মাত্রে দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ-অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে থাকছেন অভিজ্ঞান কুণ্ডু।
বিসিসিআই-এর বিবৃতি (Vaibhav in U19 Squad)
বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে (Vaibhav in U19 Squad), “জুনিয়র ক্রিকেট কমিটি ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল বেছে নিয়েছে।”
আরও পড়ুন: Vaibhav meet Dhoni: আইপিএলে দুই প্রজন্মের লড়াই! ৪৩ বছরের ধোনিকে হারিয়ে প্রণাম ১৪ বছরের সুর্যবংশীর
আইপিএলে বৈভব সূর্যবংশীর উত্থান
রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ মরশুমের আগে বৈভব সূর্যবংশীকে ১.১ কোটি টাকাতে দলে নেয়। সাতটি ম্যাচ খেলে তিনি ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ২৫২ রান করেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটি রেকর্ড শতরানও করেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১৮টি চার ও ২৪টি ছক্কা।
আইপিএলে আয়ুষ মাত্রের সাফল্য
আয়ুষ মাত্রে ২০২৫ সালে আইপিএলে রুতুরাজ গায়কওয়াড়ের পরিবর্ত হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। মাত্র ১৭ বছর বয়সে ৩০ লক্ষ টাকায় তাঁকে নেওয়া হয়। ছয়টি ম্যাচে তিনি ৩৪.৩৩ গড়ে ২০৬ রান করেন। সর্বোচ্চ রান করেন ৯৪। তিনি মোট ২৮টি চার ও ৮টি ছক্কা মারেন।
আরও পড়ুন: IPL 2025 Final: আইপিএল ২০২৫ ফাইনাল হবে আহমেদাবাদে, ইডেন গার্ডেনস থেকে সরানো হল প্লে-অফ ম্যাচও
ভারত অনূর্ধ্ব-১৯ দল
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আর এস আম্ব্রীশ, কনিষ্ক চৌহান, খেলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মোহাম্মদ এনাান, আদিত্য রানা, অনমোলজিত সিং।
স্ট্যান্ডবাই খেলোয়াড়
নামন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি, অলঙ্কৃত রাপোল (উইকেটকিপার)
সম্পূর্ণ সূচি – ইংল্যান্ড সফর ২০২৫
২৪ জুন (মঙ্গলবার) – একদিনের প্রস্তুতি ম্যাচ (লাফবারো ইউনিভার্সিটি)
২৭ জুন (শুক্রবার) – প্রথম ওয়ান ডে (হোভ)
৩০ জুন (সোমবার) – দ্বিতীয় ওয়ান ডে (নর্থ্যাম্পটন)
২ জুলাই (বুধবার) – তৃতীয় ওয়ান ডে (নর্থ্যাম্পটন)
৫ জুলাই (শনিবার) – চতুর্থ ওয়ান ডে (ওরচেস্টার)
৭ জুলাই (সোমবার) – পঞ্চম ওয়ান ডে (ওরচেস্টার)
১২ জুলাই (শনিবার) থেকে ১৫ জুলাই (মঙ্গলবার) – প্রথম মাল্টি-ডে ম্যাচ (বেকেনহ্যাম)
২০ জুলাই (রবিবার) থেকে ২৩ জুলাই (বুধবার) – দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচ (চেল্মসফোর্ড)
এই সফর নতুন প্রতিভাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুতির জন্য এক দারুণ মঞ্চ হতে চলেছে।