ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস (Valentine’s Day 2025), ১৪ ফেব্রুয়ারি (14th February) প্রতিটি দম্পতি বা প্রেমিক প্রেমিকাদের কাছে এক বিশেষ দিন। হাতে গোলাপ-চকলেট, মনে বসন্তের ছোঁয়া নিয়ে শুরু এবছরের প্রেম পার্বণ। রয়েছে ভালোবাসার মানুষটির সঙ্গে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া কিংবা একান্তে কিছুটা অনুভূতি-সময় ভাগ করে নেওয়া (Valentine’s Day 2025)।
হাতে গোলাপ-চকলেট, শুরু প্রেম পার্বণ (Valentine’s Day 2025)
ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস (Valentine’s Day 2025)। বিশেষ করে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি, এই একটি সপ্তাহের একটি আলাদা পরিচিতি রয়েছে। ভালোবাসা সপ্তাহ (Love Week) নামেই পরিচিতি পায় এই সপ্তাহটি। ভালবাসা উদযাপনের জন্য কোনও বিশেষ দিন হয় না ঠিকই। কিন্তু বছরের ১৪ই ফেব্রুয়ারি দিনটি প্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতিদের কাছে অত্যন্ত স্পেশাল।ভালোবাসা দিবস উদযাপন শুরু হয় রোজ ডে (Rose Day) দিয়ে। এরপর একে একে প্রোপোজ ডে (Propose day), চকলেট ডে (Chocolate Day), টেডি ডে (Teddy Day) সহ আরও কত কী। যার সমাপ্তি ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের মাধ্যমে হয় (Valentine’s Day 2025)।
ভ্যালেন্টাইন্স ডে-তে ভালোবাসা বিনিময় (Valentine’s Day 2025)
ভ্যালেনটাইন ডে-র জন্য দীর্ঘ অপেক্ষায় থাকে ২টি মন। এই দিন একান্তে সময় কাটানোর দিন। পরস্পরকে উপহার দেওয়ার দিন। দুজনের মনের মধ্যে থাকা লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে প্রকাশ করার দিন। এককথায় ভালোবাসা উদযাপনের বিশেষ দিন এই ১৪ ফেব্রুয়ারি (14th February)। আজ সারা বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। দিনটির শুরু যদি গোলাপ ফুল কিংবা চকলেট দিয়ে শুরু করা যায়, তার থেকে ভালো হয়তো আর কিছুই হয় না। তাই বিভিন্ন জায়গার পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রায়গঞ্জেও (Raiganj) ফুলের দোকান থেকে শুরু করে চকলেটের দোকানগুলিতে জমেছে ভিড়। রকমারি গোলাপ ফুল-চকলেট সাজিয়ে রাখা দোকানগুলিতে (Valentine’s Day 2025)।
আরও পড়ুন: Valentine’s Day Gift Gadgets: প্রিয় মানুষটির প্রিয় গ্যাজেটস? প্রেম দিবসে দিন এই উপহার গুলো
চাহিদা ব্যাঙ্গালোরের গোলাপের
এ বছর ভ্যালেন্টাইন্স ডে-তে প্রচুর অনলাইন বুকিং (Online Booking) হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। ভালোবাসা সপ্তাহের শুরু থেকেই লোকাল গোলাপের কদর ক্রমশ বেড়েছে।সেইসঙ্গে খানিকটা বেড়েছে দামও। সবচেয়ে বেশি চাহিদা ব্যাঙ্গালোরের গোলাপের (Bangalore Rose)। সঙ্গে রয়েছে আরও বিভিন্ন প্রজাতির রঙিন গোলাপ (Colorful Rose)। লাভের অঙ্ক বাড়ায় ব্যবসায়ীরাও যথেষ্ট উচ্ছ্বসিত। শুধু গোলাপ নয়, ভ্যালেন্টাইন্স ডে-তে পাল্লা দিয়ে চাহিদা বেড়েছে চকলেটেরও (Chocolate)। ভালোবাসা দিবস উপলক্ষ্যে দেশি-বিদেশী, দোকানে রকমারি চকলেটের পসরা সাজিয়েছেন দোকানিরা।
বেলা বাড়তেই প্রেমিক যুগলের ভিড়
এদিন বেলা বাড়তেই রায়গঞ্জ শহরের বিভিন্ন পার্ক, ও কুলিক পক্ষিনিবাসে দেখা গেল প্রেমিক যুগলের ভিড়। প্রিয় মানুষের হাত ধরে পথচলার পাশাপাশি চকলেট-গোলাপ ফুল দিয়ে প্রিয় মানুষটির কাছে ভালোবাসা ও মনের অনুভূতি প্রকাশ করলেন অনেকেই।
আরও পড়ুন: Valentine’s Day Special Recipe: মিষ্টি-ঝাল প্রেমের মতোই প্রেম দিবসে দুই মিষ্টি-ঝাল রেসিপি
ভ্যালেন্টাইনস ডে-র অজানা ইতিহাস
কথিত আছে, ইতালির রোমে সেন্ট ভ্যালেন্টাইন নামে খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। রোমে তখন খ্রিস্ট ধর্ম প্রচার করা ছিল অপরাধ। কিন্তু ধর্ম প্রচারেই লিপ্ত হয়েছিলেন সেন্ট ভ্যালেন্টাইন। তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াসের সময়কালে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রথমে সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করা হয়, তারপর তাঁকে মৃত্য়ুদণ্ড দেওয়া হয়। দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘ভ্যালেন্টাইন্স ডে’ হিসাবে ঘোষণা করেন। এরপর থেকেই ১৪ ফেব্রুয়ারি দিনটি সেন্ট ভ্যালেন্টাইনস-এর স্মৃতির উদ্দেশ্যে পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে হিসাবে।
প্রিয় মানুষের কাছে মনের অনুভূতি প্রকাশ
বিশেষ এই সপ্তাহ প্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতিরা নিজেদের মতো করেই উদযাপন করে। কেউ মনের মানুষের হাতে হাত রেখে নতুন পথ চলার শপথ নেয়, কেউ আবার প্রিয় মানুষটিকে পছন্দের গোলাপ-চকলেট, উপহার দিয়ে মনের অনুভূতি প্রকাশ করার অপেক্ষায়। তাই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে ছিলেন “আমারো পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো”।