Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ময়ূর পালককে আমাদের সংস্কৃতিতে শুধু সৌন্দর্য বা সাজসজ্জার অংশ হিসেবে নয় (Vastu Shastra), বরং ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুরাণ এবং বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও বিশেষ শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের শৃঙ্গার থেকে শুরু করে গৃহশান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ময়ূর পালকের গুরুত্ব বহু যুগ ধরে বিদ্যমান। এবার আমরা বিস্তারিতভাবে জানবো বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূর পালকের শুভ-অশুভ দিক এবং কোথায় রাখা উচিত।
ময়ূর পালক রাখার শুভ দিক (Vastu Shastra)
- শুভ শক্তির আগমন – বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়িতে ময়ূর পালক রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। অশুভ শক্তি, দোষ-ত্রুটি বা নেতিবাচকতার প্রভাব হ্রাস পায়।
- সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি – যেখানে ময়ূর পালক রাখা থাকে, সেই গৃহে শান্তি, সুখ এবং আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়ে।
- রোগ-ব্যাধি দূরীকরণ – বিশ্বাস করা হয়, ময়ূর পালকের উপস্থিতি পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো রাখে, রোগ-শোকের প্রভাব কমায়।
- অর্থনৈতিক উন্নতি – যেসব পরিবার অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, তাঁদের বাড়িতে ময়ূর পালক রাখলে ধনসম্পদের বৃদ্ধি ঘটে বলে বাস্তুশাস্ত্র মনে করে।
- আধ্যাত্মিক তাৎপর্য – শ্রীকৃষ্ণের সঙ্গে ময়ূর পালকের গভীর সম্পর্ক রয়েছে। তাই এটি রাখলে ভক্তির অনুভূতি বৃদ্ধি পায় এবং ঈশ্বরীয় আশীর্বাদ লাভ হয়।
ময়ূর পালক রাখার আদর্শ স্থান বাস্তুশাস্ত্র অনুযায়ী! (Vastu Shastra)
দক্ষিণ-পূর্ব দিক (অগ্নিকোণ) – এই কোণটি অগ্নি তথা শক্তির প্রতীক। এখানে ময়ূর পালক রাখলে পরিবারের শক্তি, উদ্যম এবং অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পায়।
উত্তর দিক (কুবের কোণ) – উত্তর দিক ধন-সম্পদের প্রতীক। এই দিকে ময়ূর পালক রাখলে অর্থভাগ্য বাড়ে এবং সমৃদ্ধি আসে।
কীভাবে রাখবেন ময়ূর পালক? (Vastu Shastra)
- ময়ূর পালক পরিষ্কার জায়গায় রাখতে হবে।
- ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির পাশে রাখলে তা বিশেষ শুভ বলে বিবেচিত হয়।
- পুজোঘর, ড্রইং রুম বা স্টাডি রুমে ময়ূর পালক রাখা উত্তম।
- কখনোই বাথরুম বা রান্নাঘরে ময়ূর পালক রাখা উচিত নয়।
ময়ূর পালকের বিশেষ ব্যবহার
- নজরদোষ কাটাতে – অনেকেই শিশু বা পরিবারের সদস্যদের ওপর খারাপ প্রভাব দূর করতে ময়ূর পালক ব্যবহার করেন।
- পাঠ ও একাগ্রতায় সহায়তা – পড়াশোনার ঘরে রাখলে মনোসংযোগ বাড়ে বলে বিশ্বাস করা হয়।
- পুজো-আর্চায় – অনেক দেবতার আরাধনায় বা বিশেষত কৃষ্ণপূজায় ময়ূর পালক ব্যবহার করা হয়।
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের সাথে কফি খাওয়ার ইচ্ছা! মন্নতে হাজির ডেলিভারি বয়
সর্বোপরি, বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলছে, বাড়িতে ময়ূর পালক রাখা শুভ। তবে শর্ত হল—সঠিক দিক নির্বাচন করে, পরিষ্কার ও পবিত্র পরিবেশে তা রাখতে হবে।