ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাখিতে বোনের হাতে উপহার তুলে দেন ভাইয়েরা। আগামী ৯ অগাস্ট পালিত হবে রাখি উৎসব। তবে তার আগে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র মতে কোন পাঁচটি উপহার দিলে ধরতে পারে সম্পর্কের ফাটল (Vastu Tips)।
বাস্তুশাস্ত্র ও রাখি
রাখিবন্ধন উৎসব চলে আসছে বহুদিন ধরে। ভাই ও বোনের মধ্যে এই প্রীতির উৎসব পালিত হয় গোটা দেশ জুড়ে। ভাইদের শুভ কামনায় এদিন রাখি বেঁধে দেন বোনেরা। ভাইরাও সেদিন উপহার দেওয়ার পাশাপাশি অঙ্গীকার করে বোনকে সারাজীবন আগলে রাখার।

কিন্তু উপহার দেওয়ার আগে জেনে নিন কোন উপহার দেওয়া যায় আর কোন উপহার দিলে ধরতে পারে সম্পর্কে ভাঙন (Vastu Tips)। বাস্তুশাস্ত্র মতে এমন কিছু উপহার আছে যাকে অশুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই সেই উপহারগুলো কী কী।
জুতো
অনেকে সময়েই আমরা উপহার হিসেবে জুতো বা চটি বেছে নিই কিন্তু রাখিবন্ধন উৎসবে ভুলেও বোনকে জুতো বা চটি উপহার হিসেবে দেবেন না। জুতো বা চটি উপহার হিসেবে দিলে মস্ত ভুল করবেন আপনি। এর ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
কালো পোশাক
পোশাক আমাদের সকলের প্রিয় আবার কারোর কারোর প্রিয় রং কালো। কিন্তু রাখিবন্ধন উৎসবের দিনে যদি বোনকে পোশাক উপহার দেওয়ার কথা ভেবে থাকেন তবে কালো রং বাদ দিয়ে অন্য যেকোনো রঙের পোশাক দিতে পারেন। কালো রং সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করা হয়।
রুমাল
জ্যোতিষ মতে রুমাল কাউকে কখনও উপহার হিসেবে দেওয়া ঠিক নয় বা দিতে নেই। কারণ হিসেবে মনে করা হয় তাতে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: Sandeshkhali: ১৭ বছর নাবালিকার সঙ্গে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি, তারপর প্রেমিক গ্রেফতার! কিন্তু কেন?
ধারালো অস্ত্র
জ্যোতিষ মত অনুসারে কোনও প্রকার ধারালো বস্তু উপহার হিসেবে দেওয়া অশুভ বলে মনে করা হয়। সেটা যতই কাজের হোক তবে রাখিবন্ধনের দিন সেই উপহার না দেওয়াই ভাল।
শনির সঙ্গে সম্পর্কিত বস্তু
রাখির দিন বোনকে এমন কোনও উপহার দেবেন না যা শনির সঙ্গে সম্পর্কযুক্ত। এই বছর রাখি পড়েছে শনিবার তাই লোহার তৈরি কোনও বস্তু ভুলেও বোনকে দেবেন না।
রাখিতে যা উপহার দিতে পারেন (Vastu Tips)

বৈদিক জ্যোতিষ গণনায় বোনের সঙ্গে বুধ গ্রহ সম্পর্কযুক্ত। সেই কারণে রাখি বন্ধনের শুভ উত্সবে বোনকে কালো ছাড়া অন্য রঙের পোশাক, গয়না, বই, ডায়রি, মোবাইল ফোন বা ল্যাপটপ দিতে পারেন। এর ফলে বুধের অবস্থান শক্তিশালী হবে (Vastu Tips)।