ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত হচ্ছে দুটি নতুন কলেজ ক্যাম্পাস (Veer Savarkar College)। একটি সাভারকরের নামে এবং অন্যটি সুষমা স্বরাজের নামে। সাভারকর নয়, সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) নামে করা হোক ওই কলেজ (Veer Savarkar College), এই দাবিতে সরব কংগ্রেস। দিল্লিতে নতুন কলেজের নামকরণ ঘিরে এবার তুঙ্গে বিতর্ক।
সাভারকর বনাম মনমোহন বিতর্ক (Veer Savarkar College)
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নজফগড়ের রোশনপুরায় ‘বীর সাভারকর কলেজ’ (Veer Savarkar College)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই কলেজটি তৈরিতে খরচ হওয়ার কথা ১৪০ কোটি টাকা। ২০২১ সাল নাগাদ এই কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। কিন্তু বীর সাভারকরের নামে কলেজ করার সিদ্ধান্ত নিতেই শুরু হয় বিতর্ক।
প্রতিবাদ কংগ্রেসের (Veer Savarkar College)
দক্ষিণপন্থী সাভারকরের নামে কলেজের নাম রাখার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI (National Students’ Union of India)। সাভারকর নয় (Veer Savarkar College), সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) নামে কলেজের নামকরণের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: Lucknow Murder Case: লখনউর হোটেল রুম থেকে উদ্ধার পাঁচ মহিলার মৃতদেহ, হত্যাকারী একই পরিবারের

প্রধানমন্ত্রীকে চিঠি NSUI-এর (Veer Savarkar College)
মনমোহন সিংয়ের নামে কলেজের নামকরণের দাবি জানিয়ে NSUI-এর তরফে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। চিঠিতে মোট তিনটি দাবি জানানো হয়েছে। প্রথম দাবি-দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে তৈরি নতুন কলেজটির (Veer Savarkar College) নামকরণ হোক মনমোহন সিংয়ের (Manmohan Singh) নামে। দ্বিতীয় দাবি মনমোহনের নামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন। তৃতীয় দাবি দেশভাগের সাক্ষী পড়ুয়া থেকে কীভাবে আইকন হয়ে উঠলেন মনমোহন, তাঁর জীবনের আখ্যানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। কংগ্রেসের দাবি, মনমোহনের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামেকরণ হলে আগামী প্রজন্ম অনুপ্রেরণা পাবে। মনমোহনের (Manmohan Singh) দূরদর্শিতাকেও সম্মান জানানো সম্ভব হবে।
আরও পড়ুন: Hike In Bus Fares: নতুন বছরে শুরুতেই খারাপ খবর, বাসে উঠলেই গুনতে হবে বাড়তি ভাড়া
গেরুয়া শিবিরের দাবি
কংগ্রেসের দাবিকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই কলেজ তৈরি হলে সেটা হবে সাভারকরের নামেই। মনমোহনের নামে নয়। গেরুয়া শিবিরের তরফে বলা হচ্ছে, সাভারকরের নামে কলেজ করতে আপত্তি জানিয়ে কংগ্রেস আসলে দেশের মহান বিপ্লবীকে অপমান করছে। তবে পড়ুয়াদের পাল্টা দাবি, সাভারকর মোটেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন না।