ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২ মার্চ শুক্র মীন রাশিতে বিপরীতমুখী চলন শুরু করবে(Venus Effect)। শুক্র গ্রহ মার্গীদশা ছেড়ে বক্রী হবে। অর্থাৎ নিজের কক্ষপথ ছেড়ে উল্টোদিকে ঘুরবে শুক্র। প্রতি ১৮ মাস অন্তর এই গ্রহের বক্রী চলন শুরু হয়। এই ১৮ মাস অন্তর শুক্র বক্রীদশায় গেলে ভাগ্য খুলবে পাঁচ রাশির জাতকদের। দেখে নিন বক্রী শুক্রের প্রভাবে ভাগ্য খুলবে কোন কোন রাশির। নানা দিক থেকে সুখ সৌভাগ্য লাভ করবেন এই পাঁচ রাশির জাতকরা।
মকর রাশি (Venus Effect)
মকর রাশির জাতকরা শুক্রের উল্টো চলনের প্রভাবে নিজেদের উপার্জন অনেকটা বাড়িয়ে নিতে পারবেন(Venus Effect)। তবে শপিং-এর পেছনে এই সময় মোটা টাকা খরচ হয়ে যাবে আপনার। তাই টাকা আসলেও হাতে টাকা থাকবে না। চেষ্টা করুন বাজেট করে খরচ করতে। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, এই সময়টা তাঁদের জন্য শুভ। জীবনে সুখ থাকবে। ধর্মের প্রতি ঝোঁক বাড়বে।

কর্কট রাশি (Venus Effect)
বক্রী শুক্রের প্রভাবে সম্মান লাভ করবেন কর্কট রাশির জাতকরা(Venus Effect)। এই সময় আপনার জনপ্রিয়তা প্রায় আকাশ ছোঁবে। আর্থিক ভাবেও বড় লাভ করার সুযোগ পাবেন। নানা দিক থেকে অর্থ রোজগার করবেন। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে। অফিসে আপনার কঠোর পরিশ্রম সবার প্রশংসা পাবে।

আরও পড়ুন: 1 March Horoscope: ভাঙতে পারে মন, সম্পর্ককে রাখুন যত্নে, জানুন আজকের রাশিফল!
তুলা রাশি
তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই এই গ্রহ বক্রী হলে তার সুপ্রভাব পড়বে তুলা রাশির জাতকদের ওপর। আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করলে এই সময় সাফল্য পেতে পারেন। অফিসেও সবাই আপনার কাজের প্রশংসা করবে। তবে নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন। না হলে লক্ষ্যের কাছাকাছি এসেও ব্যর্থ হতে পারেন।

বৃশ্চিক রাশি
মার্চের শুরুতেই বড় আর্থিক সৌভাগ্য লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। এই সময় আপনি নিজের পরিশ্রমের সম্পূর্ণ সুফল পাবেন। নানা দিক থেকে অর্থ রোজগার হতে পারে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। দরকারি কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। বিয়ে হতে পারে। জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসবে।
