ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রকে (Venus Effect) মনে করা হয় দৈত্যদের আচার্য। সেই কারণে শুক্রকে দৈত্যাচার্যও বলা হয়ে থাকে। আগামী ১৯ মার্চ সন্ধে ৫টা ৫১ মিনিটে মীন রাশিতে অস্ত যাবে শুক্র। বৈদিক জ্যোতিষ অনুসারে শুক্রগ্রহ হল সৌন্দর্য, প্রেম ও ভালোবাসার কারক গ্রহ। মীন রাশিতে শুক্র অস্ত গেলে নানা দিক থেকে ভাগ্য বদলাবে এই ৫ রাশির জাতকদের। জেনে নিন এই ভাগ্যবান রাশি কারা।
কুম্ভ রাশি (Venus Effect)
মীন রাশিতে শুক্র (Venus Effect) অস্ত গেলে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা। এই সময় আপনি পেশাগত জীবনে নতুন কাজের সুযোগ পাবেন। অফিসে আটকে থাকা প্রোমোশন পেতে পারেন। কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় নিজের প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন। বড় আর্থিক লাভ করতে পারবেন। আচমকা মোটা টাকা হাতে আসতে পারে।

সিংহ রাশি (Venus Effect)
শুক্র (Venus Effect) অস্ত গেলে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সিংহ রাশির জাতকদের। তবে নিজের সাহস ও আত্মবিশ্বাসের জোরে সব সমস্যা কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন আপনি। কেরিয়ারে উল্লেখযোগ্য উন্নতি করার সুযোগ পাবেন। এই সময় বড় সাফল্য অর্জন করার সোনালি সুযোগ আসবে আপনার সামনে। ব্যবসায় উন্নতি হবে। বিয়ের প্রস্তাব পেতে পারেন।

আরও পড়ুন: Holi 2025: রং তো খেলবেন, আগে পরে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
মিথুন রাশি
শুক্র ডুবলে নানা পজ়িটিভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার সাংসারিক জীবন ও পেশাগত জীবনে উন্নতি হবে। আর্থিক লাভ করতে পারবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। নানা দিক থেকে অর্থ রোজগার করার সুযোগ পাবেন।

ধনু রাশি
১৯ মার্চ শুক্র ডুবলে তার শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের ওপর। পরিবারে সুখ বজায় থাকবে, পাশাপাশি কেরিয়ারেও সাফল্য লাভ করতে পারবেন। এই সময় আপনার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। অফিসে কাজের চাপ বাড়লেও আপনি সব দিক ভালো ভাবে সামলাতে পারবেন।

তুলা রাশি
শুক্র গ্রহ অস্ত গেলে তুলা রাশির জাতকদের পকেটে বড় প্রভাব পড়বে। এই সময় আপনার ব্য়য় বাড়লেও পাল্লা দিয়ে আয় বাড়ার কারণে কোনও সমস্যা হবে না। অকারণ খরচে রাশ টানতে পারলে নিজের ব্যাংক ব্যালান্স বাড়িয়ে নিতে পারবেন। ধৈর্য ধরে কাজ করুন, পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাবেন। এই সময় তুলা রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হবে।