ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিটা গ্রহ(Venus Rahu Conjunction) একটা নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার প্রভাব ১২টি রাশির উপর পড়তে দেখা যায়। জ্যোতিষশাস্ত্রে শুক্র ও রাহুর অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই দুটি শক্তিশালী গ্রহ একসঙ্গে মিলিত হলে বিভিন্ন রাশির জীবনে বড় পরিবর্তন আসে। ১৯ বছর পর এই শুক্র-রাহুর মহামিলনে দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে। যার গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে তিন রাশির উপরে। চলুন দেখে নেওয়া যাক এই ভাগ্যবান রাশি কারা।
মীন রাশিতে দুই গ্রহের মিলন (Venus Rahu Conjunction)
শুক্র গ্রহ ২০২৪ সালের ২৮ ডিসেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। আগামী ২৮ জানুয়ারি সকাল ৭:১২ পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। এরপর ২৮ জানুয়ারি শুক্র মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। যেখানে রাহু ইতিমধ্যেই চতুর্দশীতে বসে আছেন। এমন পরিস্থিতিতেই মীন রাশিতে দুই গ্রহের মিলন ঘটবে(Venus Rahu Conjunction)। যার সব থেকে বেশি প্রভাব পড়বে এই তিন রাশিতে।
বৃশ্চিক রাশি (Venus Rahu Conjunction)
শুক্র-রাহু সংযোগে(Venus Rahu Conjunction) বৃশ্চিক রাশির জন্য লাভজনক হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার অবসান ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনের সমস্ত বিলাসিতার আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন:Weekly Horoscope: এই সপ্তাহে শুক্রের গোচরে তুলা থেকে মীন রাশির ভাগ্য কেমন?
কর্কট রাশি
স্বাস্থ্য ভাল থাকবে, দীর্ঘদিনের স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে শুরু করবে। সামাজিক কাজের প্রতি ঝোঁক বাড়বে। পুরানো বিনিয়োগ থেকে বড় আর্থিক লাভ পেতে পারেন। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যদের সম্পর্ক মজবুত হবে(Venus Rahu Conjunction)।

তুলা রাশি
নতুন বছর তুলা রাশির জন্য সুখবর বয়ে আনবে। অফিসে কাজের প্রশংসা পবেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা দূর হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্যে সুখ থাকবে। বাইরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

আরও পড়ুন:Weekly Horoscope: মীন রাশিতে শুক্রের গোচর, এই সপ্তাহে মেষ থেকে কন্যার ভাগ্য
রাহু শুক্রের শিষ্য
শুক্রকে রাক্ষসদের গুরু বলা হয় এবং রাহু হলেন শুক্রের শিষ্য। তাই শুক্রের সঙ্গে থাকার জন্য রাহুর খারাপ প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যায়। রাহু অশুভ ফলের পরিবর্তে শুভ ফল দিতে শুরু করে। দুই গ্রহের এই মহামিলনে ভাগ্যের চাকা ঘুরবে এই তিন রাশির। শুক্র এবং রাহু এই তিন রাশির উপর শুভ ফল দিতে চলেছে বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।