ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত হলেন সিপিএমের বর্ষীয়ান নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্য। সোমবার রাত দেড়টা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৭৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয় (Nepaldev Bhattacharya)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে। সিপিএম, ছাত্র সংগঠন এসএফআই, শ্রমিক সংগঠন সিটুও শোকপ্রকাশ করেছে। তাঁর অবদান স্মরণ করে শোকস্তব্ধ হয়েছে বাম রাজনীতির প্রতিটি শাখা।
ছাত্রাবস্থা থেকেই রাজনীতি (Nepaldev Bhattacharya)
নেপালদেব ভট্টাচার্য ছাত্রাবস্থায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনবার বসেছিলেন। তিনি ছিলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং বর্তমান সাধারণ সম্পাদক এমএ বেবির সহকর্মী। ১৯৮১ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে এক নতুন নজির স্থাপন করেন। ১৯৯০-এর দশকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়, তবে পরবর্তীতে তাকে সম্মানের সঙ্গে দলে ফিরিয়ে নেওয়া হয় ।
আরও পড়ুন: Rajib Banerjee: ‘ফুল’ বদলে ফের কামব্যাক, হাওড়া জেলা পরিষদের ‘মেন্টর’ রাজীব!
রাজনৈতিক জীবন (Nepaldev Bhattacharya)
২০১৫ সালে নেপালদেব ভট্টাচার্য উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পদে বসেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। এর পর ২০১৯ সালে দমদম থেকে তৃণমূলের সৌগত রায়ের বিরুদ্ধেও নির্বাচনে অংশ নেন, তবে সেখানেেও পরাজিত হন। অসুস্থতার কারণে ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে আসছিলেন তিনি।
শ্রদ্ধাজ্ঞাপন (Nepaldev Bhattacharya)
মঙ্গলবার, ১২ মে, সকালে নেপালদেব ভট্টাচার্যের মরদেহ প্রথমে সিটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রমিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানাবেন। এরপর, তাঁর মরদেহ এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন হয়ে, দত্তবাগান মিল্ক কলোনির ‘বেলগাছিয়া ভিলা’তে নিয়ে যাওয়া হবে (Nepaldev Bhattacharya)। সেখান থেকে, দুপুর ১২ টায় বারাসতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয়ে পৌঁছাবে তাঁর দেহ। জেলা দপ্তরে শ্রদ্ধা জানানোর পর মরদেহ সিটু, উত্তর ২৪ পরগনা জেলা দপ্তর, বারাকপুরে নিয়ে আসা হবে দুপুর ১ টায়। সেখান থেকে শেষ যাত্রা শুরু হবে তাঁর আদি বাসভবন ভাটপাড়া, যেখানে ভাটপাড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: Dilip Ghosh: দল ছাড়ার জল্পনায় ইতি! ‘রাজনীতি ছাড়তে পারি, বিজেপি নয়’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের
রাজনৈতিক মহলে শোকের ছায়া (Nepaldev Bhattacharya)
নেপালদেব ভট্টাচার্য ছিলেন এক নিবেদিত বামপন্থী নেতা, যাঁর কর্মজীবন রাজনৈতিক চেতনায় পূর্ণ। তাঁর মৃত্যুতে সিপিএম ও অন্যান্য বাম সংগঠনের শোক প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে বাম রাজনীতিতে তাঁর অবদান অমূল্য হয়ে থাকবে।