ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কোনও আলোচনা শুরু করেনি বলে শনিবার স্পষ্ট জানালেন এনসিপি (এস) প্রধান শরদ পওয়ার(Vice President Election)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখনও এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি।”
ধনখড়ের আকস্মিক পদত্যাগ ও নির্বাচন ঘোষণা (Vice President Election)
গত ২১ জুলাই রাতে মেয়াদ শেষ হওয়ার আগেই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো ইস্তফাপত্র পরের দিন সকালেই গৃহীত হয়। এরপর ১ অগস্ট জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের সূচি ঘোষণা করে। আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ, সেদিনই ধনখড়ের উত্তরসূরি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মনোনয়নের সময়সীমা ও প্রক্রিয়া (Vice President Election)
৭ অগস্ট বিজ্ঞপ্তি প্রকাশের পর ২১ অগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ অগস্ট মনোনয়ন যাচাই-বাছাই হবে, আর প্রত্যাহারের শেষ তারিখ ২৫ অগস্ট। সর্বসম্মতিক্রমে প্রার্থী নির্বাচিত হলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না, তবে একাধিক প্রার্থী হলে নির্বাচন অনিবার্য হয়ে পড়বে।
রাহুলের নৈশভোজে জল্পনা, কিন্তু সিদ্ধান্ত নেই (Vice President Election)
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডাকে বৃহস্পতিবার রাতে দিল্লিতে এক নৈশভোজে সমবেত হয়েছিলেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। রাজনৈতিক মহলে ধারণা ছিল, বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হবে। তবে শরদ পওয়ারের বক্তব্যে স্পষ্ট, সেই বৈঠকে কোনও ঐকমত্য হয়নি।
নৈশভোজে রাহুলের পাশেই ছিলেন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত লোকসভা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে এক কোণে বসেছিলেন বলে জানা গেছে। মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ নিয়েও কিছু আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

গুজব খারিজ ও বিজেপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ (Vice President Election)
শরদ পওয়ার রাজ্যের কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য নতুন সমীকরণ নিয়ে চলা জল্পনাকে ‘নিরর্থক’ বলে দাবি করেন। পাশাপাশি, ভাইপো অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীর সঙ্গে এক হওয়ার সম্ভাবনা এবং বিজেপির সহযোগী হওয়ার সম্ভাবনাও তিনি সম্পূর্ণভাবে উড়িয়ে দেন। তাঁর মন্তব্য, “কোনও অবস্থাতেই আমরা বিজেপির সহযোগী হব না।”
আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজা দখল নয়, হামাস নির্মূল ও শান্তিপূর্ণ প্রশাসনের লক্ষ্য নেতানিয়াহুর
বিরোধী ঐক্যের বড় পরীক্ষা (Vice President Election)
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপরাষ্ট্রপতি নির্বাচন বিরোধী জোটের জন্য এক বড় পরীক্ষা। লোকসভা নির্বাচনের পর এটি প্রথম সাংবিধানিক পদে প্রার্থী দেওয়ার সুযোগ, যা বিরোধী ঐক্যের শক্তি প্রদর্শন করতে পারে। একমত প্রার্থী দিতে পারলে বিজেপির বিরুদ্ধে জোটের অবস্থান আরও দৃঢ় হবে, কিন্তু মতপার্থক্য দেখা দিলে বিভাজনের ইঙ্গিত স্পষ্ট হবে।
নজর ২১ অগস্টের দিকে (Vice President Election)
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ অগস্ট। এর মধ্যে ‘ইন্ডিয়া’ জোট ঐকমত্যে পৌঁছাতে পারে কি না, তাই এখন রাজনৈতিক মহলের নজর। বিরোধী শিবির ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী প্রার্থী দেয় কি না, সেটিই ঠিক করবে নির্বাচনের গতিপথ।