Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না তেলঙ্গানার বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) এবং ওড়িশার বিজেডি (বিজু জনতা দল)(Vice Presidential Election)। সোমবার এই দুই আঞ্চলিক শক্তির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে ভোটাভুটির আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল।
বিআরএসের সিদ্ধান্ত (Vice Presidential Election)
তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (CM) ছেলে ও দলের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও স্পষ্ট জানান, বর্তমানে তেলঙ্গানায় ইউরিয়ার তীব্র সংকট দেখা দিয়েছে(Vice Presidential Election)। এর ফলে কৃষকেরা চরম দুর্দশার মুখে পড়েছেন। কৃষকদের এই পরিস্থিতির প্রতি সহানুভূতি জানাতেই তাঁদের দল ভোট থেকে বিরত থাকবে।
রামা রাও বলেন, “উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি নোটা থাকত, আমরা সেই বিকল্পই ব্যবহার করতাম।”
বিজেডির অবস্থান
ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডির পক্ষ থেকে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির (পিএসি) সদস্য ও সাংসদ সস্মিত পাত্র বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কিংবা কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট—কোনও পক্ষকেই তারা সমর্থন করবে না(Vice Presidential Election)।
তাঁর কথায়, “আমরা দুই জোট থেকেই সমদূরত্ব বজায় রাখতে চাই। আমাদের মূল লক্ষ্য ওড়িশার উন্নয়ন এবং সাড়ে চার কোটি মানুষের কল্যাণ।”
আরও পড়ুন : Israel Hamas Conflict : হামাসকে “শেষ সতর্কবার্তা” দিল তেল আভিভ!
শূন্য পদে নির্বাচন (Vice Presidential Election)
শারীরিক অসুস্থতার কারণে বাদল অধিবেশনের প্রথম দিনেই ইস্তফা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়(Vice Presidential Election)। তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য মঙ্গলবার ভোটাভুটি হবে। জয়ী প্রার্থী পাঁচ বছরের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
প্রতিদ্বন্দ্বিতায় কে কার বিরুদ্ধে
উপরাষ্ট্রপতি পদে মূল লড়াই এনডিএ সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র মনোনীত প্রার্থী, অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে(Vice Presidential Election)। ভোটাভুটিতে লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা প্রথম ও দ্বিতীয় পছন্দের ভিত্তিতে ভোট দেবেন। প্রার্থীরা সমান সংখ্যক প্রথম পছন্দের ভোট পেলে দ্বিতীয় পছন্দের ভোট গোনা হবে।
আরও পড়ুন : Nepal Gen Z Protest : নেপালের বিক্ষোভে পুলিশের সংঘর্ষে নিহত ২০, আহত ২৫০-র বেশি
রাধাকৃষ্ণনের দিকে ঝুঁকছে সমীকরণ
সংসদীয় পাটিগণিত অনুযায়ী রাধাকৃষ্ণন অনেকটাই এগিয়ে(Vice Presidential Election)। এনডিএ শরিকদের সমর্থন ছাড়াও অন্ধ্রপ্রদেশের অন্যতম প্রধান আঞ্চলিক শক্তি ওয়াইএসআর কংগ্রেসও তাঁকে সমর্থন করেছে। ফলে তাঁর জয়ের সম্ভাবনা আরও বেশি বলেই রাজনৈতিক মহলের অভিমত।
বিআরএস এবং বিজেডি—দুই আঞ্চলিক শক্তির অনুপস্থিতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল পাল্টাবে না বলেই মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে, দেশের আঞ্চলিক দলগুলি নিজেদের রাজ্যভিত্তিক সমস্যা ও স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। জাতীয় জোট রাজনীতিতে সমদূরত্ব বজায় রেখে নিজেদের স্বাধীন অবস্থান তুলে ধরতেই এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।