ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘রক্তবীজ’ এর পর আসছে ‘রক্তবীজ ২’ (Victor Banerjee)। নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) পরিচালিত ‘রক্তবীজ ২’। যা ‘রক্তবীজ’ ছবির সিক্যুয়েল। প্রবীণ অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে অভিনয় করতে দেখা গিয়েছিল রক্তবীজে। এবার ‘রক্তবীজ ২’ এও তাঁকে দেখা যেতে চলেছে। ছবির পরিচালক শিবপ্রসাদ সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন।
কথা দেওয়া (Victor Banerjee)
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) শেয়ার করা পোস্টের মাধ্যমেই জানা যায় তিনি ভিক্টর ব্যানার্জিকে (Victor Banerjee) সাথে নিয়ে পাঁচটি ছবি করবেন। অভিনেতা ভিক্টর ব্যানার্জি কথা দিয়েছিলেন শিবপ্রসাদকে যে, তিনি তাঁদের সাথে পাঁচটি ছবি করবেন বলে।
কবে মুক্তি পাচ্ছে? (Victor Banerjee)
‘রক্তবীজ ২’ (Victor Banerjee) মুক্তি পাবে চলতি বছরের দুর্গাপুজোয়। জুটিবদ্ধ ভাবে অভিনয় করছেন মিমি (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এ ছাড়াও ছবিতে নুসরত জাহান (Nusrat Jahan) একটি বিশেষ আইটেম গানে পারফর্ম করবেন বলে জানা গিয়েছে। সম্প্রতি থাইল্যান্ড থেকে গানের শুটিং সেরে শহরে ফিরেছে ছবির টিম। এই ছবিতে পুনরায় পর্দায় দেখা যাবে সংযুক্তা ও পঙ্কজ চরিত্রটি। আর সেই চরিত্র দেখা যাবে মিমি ও আবিরকে। তাছাড়া থাকছেন অঙ্কুশ ও কৌশানী মুখোপাধ্যায় (Ankush and Koushani Mukherjee)।

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের চরিত্রে অভিনয়, বাংলা বলতে ভয় পাচ্ছেন রাজকুমার রাও!
কী পোস্ট করেন ?
সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা গিয়েছে ভিক্টর তাঁকে আশীর্বাদ করছেন। তাঁকে আশীর্বাদ করে বলেছিলেন আরও ভালো কাজ করো বড় হও। অভিনেতার বয়স হয়েছে। তাই তিনি বলেছিলেন, আর কি পারবো কাজ করতে? তাতে পরিচালক শিবপ্রসাদ বলেছিলেন, “কথা দিয়েছেন পাঁচটা সিনেমা করবেন আমাদের সাথে। সবে দুটো হয়েছে। এখনো তিনটে বাকি।”
আরও পড়ুন: Projapati 2: দেবের বিপরীতে এই ধারাবাহিকের নায়িকা, চমক ‘প্রজাপতি ২’ এ
সিক্যুয়েল ছবি
অঙ্কুশকে (Ankush Hazra) ‘রক্তবীজে’ দেখা গিয়েছিল। সেখানে তিনি ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee), যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল। বলা যেতে পারে ,বহু বছর পর তিনি পর্দায় ফিরেছেন। সেই সময় অভিনেতা ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee) ইঙ্গিত দিয়েছিলেন ‘রক্তবীজে’ র সিক্যুয়েল নিয়ে। ২০২৩ সালে রক্তবীজ ছবিটি খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল। এটি ছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রথম থ্রিলার ছবি ।