Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি ও কলকাতা পুলিশের উদ্যোগে বিদ্যাসাগর সেতুর মেরামতি ও সংস্কার কাজের জন্য আগামী ২৪শে আগস্ট, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে (Vidyasagar Setu)। এই সময়ে দ্বিতীয় হুগলি সেতুর ষ্ট্রে ও ডাউন কেবিলস এবং বিয়ারিংস প্রতিস্থাপনের কাজ হবে। কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে এই সময়ে যানবাহন চলাচলের জন্য বিশেষ রুট নির্ধারণ করা হয়েছে।
ট্রাফিক পরিবর্তন সূচি (Vidyasagar Setu)
এ.জে.সি বোস রোড থেকে জিৎরুট আইল্যান্ড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলি টালা ভিউ ভায়া গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে(Vidyasagar Setu)।
কে.পি. রোড হয়ে জে&এন আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী যানবাহন ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজে যাবে।
পূর্বমুখী যানবাহনগুলি, সিজিআর রোড হয়ে খিদিরপুর দিক থেকে আসা, হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ ব্যবহার করবে।
কে.পি. রোড ব্যবহার করা সমস্ত গাড়ি, যেগুলি সাধারণত বিদ্যাসাগর সেতুর ওয়াই–পয়েন্টের র্যাম্প দিয়ে ঘোড়া পাস হয়ে যায়, তাদেরকেও ১১ ফারলং গেট হয়ে রেড রোড–হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : Mohun Bagan Super Giant : বড় চমক মোহনবাগান সুপার জায়ান্টের,পাঁচ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে মেহতাব সিং
যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ (Vidyasagar Setu)
প্রয়োজনে যানবাহন চলাচল বিকল্প আর্টেরিয়াল রোড দিয়েও নিয়ন্ত্রিত হবে(Vidyasagar Setu)। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ২৪শে আগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন চালকদের বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি ও কলকাতা পুলিশের উদ্যোগে বিদ্যাসাগর সেতুর মেরামতি ও সংস্কার কাজের জন্য আগামী ২৪শে আগস্ট, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন : Kolkata Metro Railway : ১৪ কিমি বিস্তার কলকাতা মেট্রো রেলের, নতুন তিন মেট্রো রুটের সময়সূচি
কেন বন্ধ থাকবে? (Vidyasagar Setu)
দ্বিতীয় হুগলি সেতুর ষ্ট্রে ও ডাউন কেবিলস এবং বিয়ারিংস প্রতিস্থাপনের কাজ হবে(Vidyasagar Setu) কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে এই সময়ে যানবাহন চলাচলের জন্য বিশেষ রুট নির্ধারণ করা হয়েছে।