ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) তাঁর আসন্ন ছবি ‘কিংডম’ প্রচারে ব্যস্ত ছিলেন। তবে হঠাৎই অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। যার জন্য হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা ( Vijay Deverakonda)। দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা অনেকখানি। ‘কিংডম’ ছবি মুক্তির আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেন অভিনেতা।
পর্যবেক্ষণে রাখা (Vijay Deverakonda)
শোনা যাচ্ছে, শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতা বিজয়কে (Vijay Deverakonda)। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে পারেন। অন্যদিকে আগামী ৩১ শে জুলাই তাঁর অভিনীত ছবি ‘কিংডম’ (Kingdom) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মুক্তির দিন পরিবর্তন (Vijay Deverakonda)
আগে ‘কিংডম’ (Kingdom) ছবিটি ৩০ মে মুক্তি পাওয়ার কথা ছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু এপ্রিলে পহেলগাম হামলার কারণে ছবি নির্মাতারা ছবিটি মুক্তি দেয়নি। তার জন্য মুক্তির দিন পিছিয়ে যায় ৪ জুলাই। পরে এই তারিখ পরিবর্তন করে করা হয়েছে ৩১ জুলাই।
আরও পড়ুন: Tiyasha Lepcha: তিয়াসার সব কাজ করেন সোহেল! প্রেম জমল কতটা? ফাঁস হাঁড়ির খবর
বিপুল বাজেটের ছবি
‘কিংডম’ ছবিটি স্বাধীনতা উত্তর পর্বে সিংহল তামিল সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। এই ছবিতে শরণার্থী সংকট দেখানো হবে। ছবিটি বিপুল বাজেটে তৈরি হয়েছে। যার জন্য অনুরাগীরা বিজয়কে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। তবে অভিনেতা বিজয়ের ডেঙ্গু আক্রান্তের ঘটনায় ৩১ জুলাই ছবি প্রচারে কোনও প্রভাব পড়বে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অনেকে মনে করছে, সিনেমা হলে হিন্দি ভাষায় ছবিটি মুক্তি না পেলেও, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ‘কিংডম’।
আরও পড়ুন: Rituparna Sengupta: কঠিন লড়াই, রেডিও জকি হলেন ঋতুপর্ণা! অনুপ্রেরণায় বিখ্যাত শিল্পী
চিন্তার ভাঁজ
প্রসঙ্গত, বিজয়ের সাথে পুষ্পা খ্যাত রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) সম্পর্ক মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে। যদিও সে বিষয়ে দু’জনেই প্রকাশ্যে মুখ খোলেননি। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদেরকে এক সাথে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে বর্তমানে বিজয়ের অসুস্থতার জন্য চিন্তার ভাঁজ পড়েছে তাঁর অনুরাগীদের। কারণ তাঁরা বিজয়ের বিপুল বাজেটের ছবি দেখার অপেক্ষায়। অন্যদিকে এই ছবি প্রচারণার জন্য ব্যস্ত রয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। যদিও ছবির টিম থেকে জানানো হয়নি কিছুই।