Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দক্ষিণী জগতে সবচেয়ে প্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। দুজনের সম্পর্কে প্রেম গুঞ্জনের শেষ নেই। দুজন কখনই স্বীকার করেননি যে, তাঁরা সম্পর্ক রয়েছেন। তাতে কি! অনুরাগীদের উৎসুক মনকে কে ঠেকায় (Vijay-Rashmika)! অনুরাগীরা মনে করেন ,রশ্মিকা অনুভূতিকে আটকে রাখতে পারেন না তাই তাঁদের সম্পর্কের কথা উঠলে তিনি এক গাল হেসে ফেলেন ,অপরদিকে বিজয় সম্পর্কে আছেন বলে স্বীকার করলেও কখনও নাম প্রকাশ্যে আনেননি। এবার নতুন কী গুঞ্জন উঠল ? কেন উঠল ?
বাগদান পর্ব মিটেছে ! (Vijay-Rashmika)
সম্প্রতি শোনা যাচ্ছে, বিজয় ও রশ্মিকা (Vijay-Rashmika), গোপনে বাগদান সেরেছেন । আর এরই মধ্যে রশ্মিকার কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে রশ্মিকাকে (Rashmika) দেখা গিয়েছে পরনে সাদা শার্ট নীল রঙের ডেনিম, চোখে রোদ চশমা। আর সবচেয়ে বেশি নেটিজেনদের নজর কেড়েছে, অভিনেত্রীর হাতে হীরের আংটি। যত গুঞ্জন এই হীরের আংটিকে নিয়েই! অর্থাৎ মনে করা হচ্ছে তিনি বাগদান সেরে ফেলেছেন বিজয়ের সাথে।
গুঞ্জনে অভ্যস্ত
অবশ্য দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এই গুঞ্জন অনেকে বিশ্বাস করলেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। অর্থাৎ দুই তারকাই এ বিষয়ে স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। এর অনেক আগে বিজয়কে বলতে শোনা গিয়েছিল, মিডিয়া তাঁকে বারবার বিয়ে করানোর চেষ্টা করে, তবে এসব গুঞ্জনে তিনি অভ্যস্ত।

আংটি নিয়ে গুঞ্জন
দুই তারকার সম্পর্ক নিয়ে ইতিমধ্যে বহুবার গুঞ্জন উঠেছে। তবে সেসব বিষয় মুখ বন্ধ রেখেছেন এই দুই জনপ্রিয় তারকা। মাঝেমধ্যেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন একই জায়গা থেকে, কিন্তু পরস্পরের সাথে ছবি শেয়ার করেননি কখনও। অন্যদিকে দুজনের সম্পর্কের কথা উঠলে রশ্মিকা (Rashmika) এক গাল হেসে ফেলেন। অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)সম্পর্কে আছেন বললেও নাম প্রকাশ্যে আনেন না। আর নেটিজেনদের উৎসুক মন, তারা দুয়ে দুই চার করে নিতে বেশিক্ষণ সময় নেন না। তাই এবারের আংটি থেকে হয়তো তেমনই গুঞ্জন উঠেছে।
আরও পড়ুন: US Open 2025: স্ট্রেট সেটে ‘জোকার’-কে হারিয়ে ফাইনালে আলকারাজ
আগেও গুঞ্জন উঠেছিল (Vijay-Rashmika)
অবশ্য চলতি বছরে জুন মাসে খবর ছড়িয়েছিল রশ্মিকা ও বিজয় নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন । আর এই গুজব উঠেছিল রশ্মিকার পরনে হলুদ শাড়ি দেখে। শুধু তাই নয় ছবির সাথে সাথে রশ্মিকার একটি পোস্ট অনুরাগীদের মধ্যে নজর কেড়েছিল। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর ওই শাড়িটি যিনি উপহার দিয়েছেন, তিনি তাঁর খুবই প্রিয় ,অন্যদিকে যিনি ফটো তুলে দিয়েছেন তিনিও তাঁর খুবই প্রিয় । সাথে জানিয়েছিলেন ,তাঁর ওই সমস্ত ছবির বিকল্প কিছুই হয় না। আর নেটিজেনদের চোখ কিছুই এড়ায় না। ওই ছবি তোলার জায়গা গুলি তাদের খুবই চেনা। কারণ সেগুলি বিজয়ের অন্দরমহলে কিছু জায়গা। আবার সেই একই জায়গা থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। তাই নেটিজেনরা ধরেই নেন ,দুই তারকা সম্পর্কে রয়েছেন (Vijay-Rashmika)।