ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অস্থিরতা অব্যাহত বাংলাদেশে (Bangladesh)। দিন দিন অশান্ত বাংলাদেশে বাড়ছে হিন্দু সনাতনীদের উপর হামলার ঘটনা। সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনূস সরকারকে একাধিকবার বার্তা দিয়েছে ভারত। কিন্তু থামেনি হিংসা। এই পরিস্থিতিতেই অশান্ত বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি (Vikram Misri)। ৯ তারিখ বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। করবেন দ্বিপাক্ষিক বৈঠকও ।
কী বললেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Vikram Misri)
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিসরি (Vikram Misri)। তাঁর এই সফরের উদ্দেশ্য ফরেন অফিস কনসালটেশন। বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করার এটা আমাদের প্রয়াস।”
উদ্বিগ্ন প্রাক্তন ভারতীয় হাইকমিশনার (Vikram Misri)
সন্ধের পর বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় হামলা, আগুন, নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দু,বৌদ্ধ, চাকমারা। দেশদ্রোহিতার অভিযোগ এনে আটকে রাখা ইস্কন সন্যাসী চিন্মণকৃষ্ণ প্রভুর আইনজীবীরাও আক্রান্ত হয়েছেন। ইস্কন সন্যাসীর পক্ষে আদালতে সওয়াল করার সাহস দেখতে পারেননি একজন আইনজীবীও। এবাবেই আতঙ্ক গ্রাস করেছে ওপর বাংলার হিন্দুদেরকে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে নৃশংস অত্যাচার হচ্ছে তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি (Veena Sikri)।
আরও পড়ুন: Vladimir Putin: ভারত সফরে আসছেন পুতিন, হাতে আসবে ICBM “ওরেশনিক”?
তপ্ত আবহেই ঢাকা যাচ্ছেন বিক্রম
এর আগে একাধিকবার সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব হয়েছে নয়াদিল্লি। ভারতের অবস্থান নিয়ে পাল্টা নিন্দাও করেছে ঢাকা। দীর্ঘদিনের দুই বন্ধু দেশের কূটনৈতিক সম্পর্ক এখন ভাঙনের মুখে। ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফরে কি আদৌ সচেনতা ফিরবে বাংলাদেশের ইউনূস সরকারের ? বন্ধ হবে কি সংখ্যালঘু নির্যাতন? থামবে কি মৌলবাদীদের দৌরাত্ম্য? ফের মসৃন হবে কি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক?
আরও পড়ুন: INS Tushil: নৌসেনার হাতে অত্যাধুনিক জাহাজ! চাপে প্রতিবেশিরা
কবে থেকে অশান্ত বাংলাদেশ?
হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্তি শুরু বাংলাদেশে। তারপর হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত। ভাংচুর চালানো হচ্ছে মন্দিরে। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘরে। এনিয়ে ইতিমধ্যে ইউনূস সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা রুখতে আর্জি জানানো হয়েছে ভারতের তরফে। এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ৯ ডিসেম্বর ঢাকা সফর করবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিদেশ সচিবের এই সফরে কি শান্তির বার্তা ফিরবে? নাকি আরও জটিল হবে ভারত বাংলাদেশ সম্পর্ক? এখন সেটাই দেখার