ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ঐতিহাসিক জয় উদযাপন করতে সমর্থকরা যখন জড়ো হয়েছিল (Violence After PSG Win), তখন ২০০ টিরও বেশি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে যুবকদের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
উৎসবের মাঝে দাঙ্গা, আতশবাজিতে আহত পুলিশ, গাড়ি জ্বালানো হল শহরজুড়ে (Violence After PSG Win)
শনিবার রাতে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন জায়গায় হিংসাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্যারিস সাঁ জার্মাঁ (PSG)-র জয় উদযাপনের সময় (Violence After PSG Win)। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে পথে নামে হাজার হাজার সমর্থক। এই উদযাপনকে ঘিরে দুটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সারা দেশে ৫৫৯ জনকে আটক করা হয়েছে।
দুটি মৃত্যুর ঘটনা তদন্তাধীন (Violence After PSG Win)
পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ডাক্স শহরে উদযাপনের সময় এক ১৭ বছরের কিশোরকে ছুরি মারা হয় (Violence After PSG Win)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর এক ২৪ বছরের যুবকের মৃত্যু হয়েছে গাড়ির ধাক্কায়। প্যারিস পুলিশের প্রধান লঁরা নুনেজ জানিয়েছেন, ওই মৃত্যুর সঙ্গে উদযাপনের কোনো যোগ আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।
পুলিশ অফিসার গুরুতর আহত, কৃত্রিম কোমায় রাখা হয়েছে
উত্তর-পশ্চিম ফ্রান্সে PSG সমর্থকদের জমায়েতে আতশবাজি চলাকালীন এক পুলিশ অফিসার চোখে গুরুতর আঘাত পান। তাঁকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, শুধুমাত্র প্যারিস শহরেই ২০১ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ৯ জন পুলিশ কর্মী হালকা জখম হয়েছেন।
প্যারিসে কীভাবে ছড়াল হিংসা?
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি ইন্টার মিলানকে ৫-০ গোলে হারায় জার্মানির মিউনিখে। এই জয় তাদের ইতিহাসে প্রথম ইউরোপিয়ান কাপ জয়। ১৯৯৩ সালে মার্সেই-র পর এই প্রথম কোনও ফরাসি দল ইউরোপ চ্যাম্পিয়ন হল। এই জয়ের সাক্ষী ছিল প্রায় ১.১৮ কোটি টিভি দর্শক। কিন্তু এই ঐতিহাসিক জয়কে কলঙ্কিত করল হিংসা। BBC জানিয়েছে, সমর্থকরা রাস্তায় আতশবাজি ফাটান, বাসস্টপ ভাঙচুর হয়, বহু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কিছু যুবক।
প্রায় ২০০টি গাড়ি আগুনে পুড়ে যায়। রাস্তায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলে। ফ্রান্সের বিদেশমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এক্স (আগের টুইটার)-এ লেখেন, “সত্যিকারের PSG ভক্তরা দলের পারফরম্যান্সে গর্বিত, কিন্তু কিছু বর্বর রাস্তায় নেমে অপরাধ করছে।”
চ্যাম্পিয়ন PSG-র জয় উদযাপন, পুলিশি নজরদারিতে চলল
রবিবার সারাদিন পিএসজি দলের উদযাপন চলে প্যারিসের চ্যাম্পস এলিসি এবং পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে। হাজার হাজার সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। প্যারিস শহরের কেন্দ্রে জয়মিছিল হলেও এবার পুলিশ ও সেনা মোতায়েন ছিল কড়া হাতে। নিরাপত্তার জন্য ১ লক্ষ মানুষের বেশি জমায়েত হতে দেওয়া হয়নি। সন্ধ্যায় পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে কিছু টিকিটবিহীন সমর্থক নিরাপত্তা ব্যারিকেড পেরোতে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। পরে কিছু সমর্থক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছুঁড়লে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
আরও পড়ুন: Uthappa on Shreyas Iyer: আইপিএল ইতিহাসে নজির শ্রেয়সের! হতে পারেন ভারত অধিনায়ক?
ক্লাবের কড়া বার্তা: হিংসা আমাদের মূল্যবোধের পরিপন্থী
পিএসজি ক্লাব এক বিবৃতি জারি করে জানিয়েছে, “উদযাপনের সময় যেসব হিংসার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। এই বিচ্ছিন্ন ঘটনাগুলি ক্লাবের আদর্শের পরিপন্থী এবং আমাদের অধিকাংশ সমর্থককে কোনওভাবেই প্রতিনিধিত্ব করে না।” ক্লাবের তরফে অনুরোধ করা হয়েছে, “এই ঐতিহাসিক জয়কে সম্মানের জায়গায় রাখতে সব সমর্থক যেন দায়িত্বশীলতা ও শ্রদ্ধা দেখান।”