ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষের মধ্যে হুজুগে চলার প্রবণতা (Viral Facebook Privacy Post) নতুন কিছু নয়। যে কোনও ট্রেন্ড শুরু হলেই অনেকেই না বুঝে তাতে গা ভাসান। ঠিক তেমনই ঘটছে এখন ফেসবুকে। সোমবার রাত থেকেই হঠাৎ করে বহু ব্যবহারকারীর টাইমলাইনে একই ধরনের একটি পোস্ট ঘুরছে। সেই পোস্টে দাবি করা হচ্ছে, ফেসবুক বা মেটাকে তারা কোনওভাবেই তাদের ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছেন না। অনেকেই মনে করছেন, এই পোস্ট দিলে মেটা আর তাদের তথ্য ব্যবহার করতে পারবে না। কিন্তু বাস্তবটা কী?
বাস্তবিক বা আইনি ভিত্তি নেই (Viral Facebook Privacy Post)
এই ধরণের পোস্টের পেছনে কোনও বাস্তবিক বা আইনি ভিত্তি (Viral Facebook Privacy Post) নেই। মেটা নিজেই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে জানিয়ে রেখেছে, ব্যবহারকারীদের তথ্য তারা সুরক্ষিতভাবেই রাখে। যখনই কেউ ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন, তখন শর্তাবলীতে স্পষ্ট করে বলা থাকে যে, কোনওরকম অনুমতি ছাড়া ব্যবহারকারীর নাম, ইমেল, ফোন নম্বর কিংবা ছবি তৃতীয় কোনও পক্ষের সঙ্গে ভাগ করে নেওয়া হবে না। অর্থাৎ আপনি নিজে শর্তে সম্মতি না দিলে, ফেসবুক আপনার তথ্য কারও সঙ্গে ভাগ করতে পারে না।
পোস্টটি কেন ঘুরে ফিরে আসছে? (Viral Facebook Privacy Post)
তাহলে এই পোস্টটি কেন ঘুরে ফিরে (Viral Facebook Privacy Post) আসছে? সত্যি বলতে, এই ধরনের পোস্টের কোনও নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া যায়নি। তবে এটাও নতুন কিছু নয়। এর আগেও বহুবার ঠিক একই রকম পোস্ট ব্যবহারকারীদের নিউজফিডে ভাইরাল হয়েছে। কয়েক বছর পরপর সেই একই লেখা আবার ফিরে আসে। বছরের পর বছর ধরে চলা এই ট্রেন্ড অনেকটা একটা ডিজিটাল গুজবের মতোই। যে পোস্টগুলো কপি-পেস্ট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা মূলত এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে-এবং মানুষ না বুঝেই তা অনুসরণ করছেন।
আগে কখনও ব্যবহারকারীর তথ্য ফাঁস করেছে মেটা?
তবে একটা প্রশ্ন উঠতেই পারে-মেটা কি আগে কখনও ব্যবহারকারীর তথ্য ফাঁস করেছে? উত্তর হচ্ছে, হ্যাঁ। ২০১৮ সালে ফেসবুক কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল, যেখানে বহু ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যায়। সেই ঘটনার পর মার্ক জুকারবার্গ প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন এবং প্ল্যাটফর্মে একাধিক নিরাপত্তা পরিবর্তন আনা হয়। কিন্তু সেই ঘটনা আর এখনকার ভাইরাল পোস্টের মধ্যে কোনও সরাসরি যোগ নেই।

আরও পড়ুন: Weather Forecast: আকাশে মেঘের ঘনঘটা, আর কতদিন চলবে বৃষ্টি?
তাই যারা ভাবছেন এই পোস্ট দিলে তথ্য সুরক্ষিত থাকবে, তাদের জন্য পরামর্শ এমন কিছু করার প্রয়োজন নেই। বরং নিজের অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ঠিক করে রাখুন এবং যেকোনও অ্যাপ বা লিংকে ক্লিক করার আগে নিশ্চিত হোন তা নিরাপদ কিনা। তথ্য সুরক্ষার দায়িত্ব শুধু মেটার নয়, ব্যবহারকারীরও সচেতনতা প্রয়োজন।