ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রত্যক্ষদর্শীদের মতে (Viral Video), আগ্রার রাজা কি মান্ডি রেলস্টেশনের মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রেনটির উপরে বাঁদরের বাচ্চাটিকে লাফিয়ে পড়তে দেখা যায়।
ট্রেনের ছাদে চড়ে লম্বা সফর (Viral Video)
ছোট্ট এক বাঁদর প্রায় ১৮০ কিলোমিটার ভ্রমণ করল ছত্তিশগড় এক্সপ্রেসের ছাদে চড়ে (Viral Video)! বিলাসপুরগামী এই ট্রেনের ছাদে উঠে পড়া বাঁদর ছানাটিকে অবশেষে মধ্যপ্রদেশের দাবরা স্টেশনে উদ্ধার করা হয়। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
আগ্রা থেকে শুরু বাঁদরের সফর (Viral Video)
প্রত্যক্ষদর্শীদের মতে, আগ্রার রাজা কি মাণ্ডি স্টেশন দিয়ে ট্রেন যাওয়ার সময় বাঁদর ছানাটিকে লাফিয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়। এরপর দাবরা স্টেশনে একাধিক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। বাঁদরটি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, যার ফলে সে স্পষ্টভাবে নজরে আসছিল না।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রেনের মধ্যে লুকিয়ে পড়ে
জানা গেছে, ছত্তিশগড় এক্সপ্রেস যখন রাজা কি মাণ্ডি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন বাঁদর ছানাটিকে প্রথম দেখা যায়। সে তখন H-1 কোচের ছাদে মজা করে লাফাচ্ছিল। কিছুক্ষণ পরেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং আহত অবস্থায় কোচগুলোর সংযোগস্থলে লুকিয়ে পড়ে। বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষকে জানানো হলে ট্রেনকে আগ্রা ক্যান্ট, ধৌলপুর, মুরান, বানমোর, গ্বালিয়র ও দাবরা স্টেশনে থামানো হয় বাঁদর ছানাটিকে উদ্ধার করার জন্য।
আরও পড়ুন: Dog Meat in Momo: শহরের জনপ্রিয় রেস্তেরাঁর ফ্রিজে কুকুরের মাথা, মোমোর ভেতর কীসের মাংস?
গ্বালিয়রে বন দফতরের অভিযান
গ্বালিয়র স্টেশনে বন দফতরের একটি দল বাঁদরটিকে খুঁজতে নামে। প্রায় ১০ মিনিট ধরে খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। পরে ট্রেন ছাড়ার পর আবার তাকে H-1 কোচের সংযোগস্থলের মধ্যে লুকিয়ে থাকতে দেখা যায়। এরপর ফের নিয়ন্ত্রণ কক্ষকে জানানো হয়। শেষ পর্যন্ত দাবরা স্টেশনে তাকে সফলভাবে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: Uttar Pradesh: স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছিলেন স্বামী, দুর্ঘটনায় মৃত্যু স্বামীরও
বাঁদরের কাণ্ডে দেরি ট্রেনের
এই অপ্রত্যাশিত ঘটনার কারণে ট্রেনের যাত্রাপথে প্রায় ৩০ মিনিট দেরি হয়। ছয়টি স্টেশনে বারবার থামার ফলে ট্রেনের সময়সূচি ব্যাহত হয়। ফলে ট্রেন আগ্রা ক্যান্ট স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৮ মিনিট দেরিতে পৌঁছায়। গ্বালিয়রে পৌঁছানোর সময় দেরির পরিমাণ বেড়ে হয় ১ ঘণ্টা ৩৮ মিনিট।