ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রেমানন্দ মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন অনুষ্কা (Virat-Anushka)। তাঁর পাশে তখন বসে রয়েছেন বিরাট কোহলি। তাঁরও হাতজোড়। দুজনের কোলে তাঁদের দুই সন্তান। বিরুষ্কার ভক্তি দেখে চোখে জল ধর্মগুরুর। একদিকে যখন অস্ট্রেলিয়া সিরিজের চরম ব্যর্থতা, হাজারো প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার, তখন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) । সাথে ছিল তাঁদের দুই সন্তান ভামিকা এবং অকায়। সেই ভিডিও এখন ভীষণ ভাইরাল।
প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরুষ্কা (Virat-Anushka)
আশ্রমের ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিওটি সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে (Virat-Anushka)। যেখানে দেখা যাচ্ছে, অনুষ্কা এবং বিরাট গিয়েছেন আশ্রমে। তারকা ব্যাটসম্যান যে ধর্মে কর্মে বিশ্বাসী, তা সবাই জানে। ভিডিওতে দেখতে পাওয়া যায়, বিরুষ্কা গুরুজির সামনে গিয়ে বসে পড়েন। অনুষ্কা প্রণাম করেন সাষ্টাঙ্গে। বিরাটও গুরুজির সামনে হাঁটু গেড়ে বসে মাথা ঝুঁকিয়ে প্রণাম করেন। গুরুজির সামনে ভক্তি ভরে বসে থাকতে দেখা যায় তাঁদের। সেই মুহূর্তে বিরুষ্কা কোনও তারকা দম্পতি ছিলেন না। অন্যান্য ভক্তদের সঙ্গেই তাঁরা বসে ছিলেন। যদিও ভিডিওটিতে অনুষ্কার দুই সন্তানের মুখ দেখানো হয়নি। মুখ আবছা করে দেওয়া হয়েছিল। এর আগেও তাঁরা প্রেমানন্দ মহারাজকে দর্শন করেছেন। বিরুষ্কার ভক্তি বিশ্বাস দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন মহারাজ, চোখের জল মুছতে হল তাঁকে।
গুরুজি আর বিরুষ্কার কথোপকথন (Virat-Anushka)
গুরুজিকে অনুষ্কা বলেন, গতবার তিনি যখন আশ্রমে এসেছিলেন, তখন তাঁর মনে অনেক প্রশ্ন ছিল (Virat-Anushka)। ভেবেছিলেন, তিনি কিছু জিজ্ঞাসা করবেন। কিন্তু সেখানে বসে থাকা সবাই একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তখন আনুষ্কার মনে হচ্ছিল, যেন তিনি নিজেদের মাথার ভিতর গুরুজির সঙ্গে কথা বলছেন। অনুষ্কা বলেন, “আমি শুধু আপনার কাছ থেকে প্রেম ভক্তি চাই”। অপরদিকে এমন আবেদনে প্রেমানন্দ মহারাজ কি বললেন জানেন ? বললেন, তোমাদের দুজনেই খুব সাহসী। সংসারে সব অর্জন করার পর ভক্তির দিকে ফিরে যাওয়া কঠিন। মহারাজ মনে করেন, অনুষ্কা অবশ্যই তাঁর ভক্তির জন্য উত্তর পাবেন। তারপর বিরাটের উদ্দেশ্যে বলেন, এনার খেলা, এনার ভক্তি আর সাধনা। এনার জয়ে সারা ভারতের ছেলেমেয়ে আনন্দে মেতে ওঠে।
বিরাটের আধ্যাত্মিকতার প্রতি টান
বিগত কয়েক বছর লক্ষ্য করলে দেখতে পাবেন, বিরাট কোহলির আধ্যাত্মিকতার প্রতি আলাদা একটা টান তৈরি হয়েছে। অনুষ্কা শর্মার সঙ্গে মাঝে মাঝেই তাঁকে লন্ডনে কৃষ্ণদাস জির শ্রীকীর্তন শুনতেও দেখা যায়। একসঙ্গে নিম করলি বাবার আশ্রমেও গিয়েছিলেন।

আরও পড়ুন: Harshit Rana Support Gambhir: বিতর্কের মাঝেই গম্ভীরকে সমর্থন হার্শিত রানার
বিরাট অনুষ্কার সুখের সংসার
প্রসঙ্গত এখন বিরাট অনুষ্কার সুখের সংসার। দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অনুষ্কার। হাতে এখন সেভাবে কাজ নেই। ঝুলন গোস্বামীর বায়োপিক দীর্ঘদিন ধরে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মুক্তি পায়নি। অনুষ্কা নতুন কোনও প্রজেক্টে সই করেছেন কিনা, তাও জানা যায়নি। অপরদিকে কোহলি এখন মন দেবেন ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে।