Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বর্তমানে তিনি লন্ডনে সপরিবার নিয়ে রয়েছেন (Virat-Anushka)। সস্ত্রীক গিয়েছিলেন টেনিস খেলা দেখতে। সেখানেও দেখা মিলল সেই তৃতীয় ব্যক্তির। অর্থাৎ তাঁদের মাঝে এসে পড়েছে তৃতীয় ব্যক্তি, এমনটা শোনা গিয়েছে। কে সেই ব্যক্তি? কী ভাবে এল তাঁদের মাঝে? কেনই বা উঠছে এসব কথা?
ব্যতিক্রম নয় (Virat-Anushka)
ক্রিকেট জগতে কিং হিসাবে অনেকেই কোহলিকে দেখে থাকেন (Virat-Anushka)। কোহলির ভক্ত সংখ্যাও কম নয়। ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও খোঁজ রাখেন অনুরাগীরা। অসাবধানতার বশে যদি কোনও আইকন কিছু করে বসেন, তবে তা খুব সহজেই অনুরাগীদের নজরে এসে যায়। ক্রিকেট স্টার কোহলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
একই দিনে একই সময় (Virat-Anushka)
উইম্বলডনে নোভাক জোকোভিচ এবং অ্যালেক্স ডি মিনাউরের ম্যাচ দেখতে যান বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। স্ট্যান্ডে বসে সার্বিয়ান তারকার কোয়াটার ফাইনালে যাওয়া উপভোগ করেন তাঁরা (Virat-Anushka)। অপরদিকে এই একই ম্যাচে উপস্থিত ছিলেন অভনীত কৌর। তিনিও নিজের একাধিক ছবি পোস্ট করেন। আর ছবি পোস্ট করা নিয়েই তৈরি হয় আলোড়ন। অনেকেই দুয়ে দুয়ে চার করে নিতে সময় নেয় না।
আরও পড়ুন: Sanjukta Chatterjee: পাশে আছেন অভিষেক! বিবাহ বার্ষিকীতে স্মৃতির সাগরে সংযুক্তা
অনিচ্ছাকৃত ভুল
মাস কয়েক আগে অনুষ্কা শর্মার (Anushka Sharma) জন্মদিনে কোহলি স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেন। ওই একই দিনে অভনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দিয়ে বসেন কোহলি। ব্যাস সেই থেকেই শুরু হয় আলোড়ন। জোর জল্পনা শুরু হয়, বিরুস্কার মাঝে তৃতীয় ব্যাক্তির আগমনকে নিয়ে। যদিও বিষয়টা মানতে চাননি বিরাট কোহলি। তাঁর মতে, ভুলবশত কিছু একটা ঘটে গিয়েছে। তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল না। এমনকি তিনি অনুরোধ করেছিলেন সকলের কাছে, এ বিষয়ে নিয়ে যেন অকারণে চর্চা না হয়।
আরও পড়ুন: Salman Khan: বড় আপডেট! বিয়ে করবেন সলমন, হবেন সন্তানের বাবা?
মানতে নারাজ
অন্যদিকে এসবের মাঝে প্রচারে চলে আসে অভনীত কৌর। কোটি কোটি টাকার বিজ্ঞাপন পান তিনি। এবারেও অল ইংল্যান্ড কোর্টেও বিতর্ক উসকে দিলেন অভনীত। অনেকেই বিষয়টিকে নেহাত কাকতালীয় বলে মানতে নারাজ। তবে কোহলির অনেক অনুরাগীরাই এমনটা মানতে চাননি। কারণ যেখানে কোহলি নিজেই অনুরোধ করেছেন এ বিষয়ে চর্চায় না আনতে, সেখানে বিষয়টি নেহাতই জল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অনেকেই।