ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করার সময় ড্রেসিংরুমে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা এক হৃদয়গ্রাহী মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন। এবার সমাজমাধ্যমে ভাইরাল সেই ছবি।
কোহলির দুরন্ত ইনিংস, রোহিতদের ঐতিহাসিক জয় (Virat Kohli)
ভারতীয় ক্রিকেট দল আরও একবার আইসিসি ট্রফির ফাইনালে পৌঁছে গেল (Virat Kohli)। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে।
বিরাট কোহলি ৯৮ বলে ৮৪ রান করে ভারতের জয়ের ভিত গড়ে দেন। শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের আইসিসি নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্বল রেকর্ড থাকলেও এই জয়ে ড্রেসিং রুমে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও সিনিয়র ব্যাটসম্যান বিরাট কোহলি দারুণ খুশি।
ড্রেসিং রুমে উল্লাসের ভিডিও ভাইরাল (Virat Kohli)
ম্যাচের পর ভারতের ড্রেসিং রুমের উচ্ছ্বাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Virat Kohli)। ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি মজার ছলে হার্দিক পান্ডিয়ার স্ট্রেট সিক্সের বর্ণনা দিচ্ছেন। আর তাতে রোহিত শর্মা দারুণ প্রতিক্রিয়া দেন। এরপর ভিডিওতে দেখা যায়, কোহলি, হার্দিক ও রোহিত একসঙ্গে লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আরও পড়ুন: Rachin Ravindra Record: রচিন রবীন্দ্রের দুরন্ত সেঞ্চুরি, নতুন রেকর্ড গড়লেন কিউই তারকা
২০২৩ বিশ্বকাপের ফাইনালের বদলা নিল ভারত
এই জয়ের ফলে ভারত ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নিল। তবে এবার লক্ষ্য রবিবারের ফাইনাল জেতা।
‘অন্যায় সুবিধা’ বিতর্কে ক্ষোভ প্রকাশ গম্ভীরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছনোর পর অনেকেই ভারতকে ‘অন্যায় সুবিধা’ দেওয়ার অভিযোগ তুলেছে। কারণ ভারত টুর্নামেন্টের সব ম্যাচ দুবাইতে খেলেছে। তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এই অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “অনেকেই এই অযথা বিতর্ক তৈরি করছে। কিন্তু অন্যায় সুবিধা বলতে কী বোঝায়? দুবাই আমাদের জন্যও ততটাই নিরপেক্ষ ভেন্যু, যতটা অন্য দলের জন্য। আমি মনে করতে পারছি না, শেষবার আমরা কবে এখানে কোনো টুর্নামেন্ট খেলেছি।”
আরও পড়ুন: IND vs AUS Semi-Final: চরম প্রতিশোধ, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত!
তিনি আরও বলেন, “আমরা এখানে একদিনও প্র্যাকটিস করিনি। আমরা আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করেছি, যেখানে ও এখানে কন্ডিশন একেবারে আলাদা। কিছু মানুষ সবসময় অভিযোগ করবেই। আমাদের কোনো অন্যায় সুবিধা ছিল না।”
ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড
এখন ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে জয়ী দল। রবিবার হবে শিরোপা জয়ের লড়াই।