ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রোজকার রান্নাবান্নার ঝামেলা থেকে ছুটি নিয়ে একদিন পরিবারের সঙ্গে রেস্টুরেন্টে (Virat Kohli Restaurant) খেতে যাবার ইচ্ছে মনে জাগতেই পারে। কিন্তু রেস্টুরেন্টে যাবার আগে পকেটের হাল আগেই বুঝে নিন। ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক কিং কোহলির রেস্টুরেন্টে এসব খাবারের দাম জানলে চমকে উঠবেন আপনিও।
কিং কোহলির রেস্টুরেন্ট (Virat Kohli Restaurant)
ওয়ান এইট কমিউন নামক রেস্টুরেন্ট চেনের মালিক হলেন বিরাট কোহলি (Virat Kohli Restaurant)। কলকাতা সহ মুম্বাই এবং আরও অনেক শহরে ছড়িয়ে আছে তার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে বসে খেতে গেলে লাগবে কত টাকা? সেই উত্তর থাকবে আজকের প্রতিবেদনে।
রুটির নানাপ্রকার (Virat Kohli Restaurant)
যদি আপনি সাধারণ নিরামিষ সোয়া কিমা পাও খেতে চান তবে আপনাকে দিতে হবে ৪৪৫ টাকা (Virat Kohli Restaurant)। চিকেন কিমা পাওয়ার দাম আরও ৫০ টাকা বেশি অর্থাৎ ৪৯৫ টাকা। ল্যাম্ব কিমা পাওয়ের মূল্য ৫৪৫ টাকা। এবার আসি বিরাট কোহলির নিজস্ব প্রিয় খাবার কুলচাও রয়েছে এখানে। সেই কুলচার প্রকার অনুযায়ী দামেরও রকমফের আছে। আচারি ইয়াম কুলচার দাম ৫৪৫ টাকা। থ্রি চিজ কুলচার দাম ৫৭৫ টাকা।
বার্গার (Virat Kohli Restaurant)
বার্গার সেকশনে এবার ঘুরে আসা যাক। ফাস্টফুড খেতে যারা পছন্দ করেন, তাদের লিস্টে বার্গার থাকবেনা এমনটা তো হতে পারে না। এই রেস্টুরেন্টগুলিতে আছে বার্গারের নানান প্রকারের খাবার। যদি নিরামিষ বার্গার অর্থাৎ বার্গারের মধ্যেও ভেজে খেতে চান তবে ৪৭৫ টাকায় পেয়ে যাবেন স্যুইট পট্যাটো বার্গার, গোয়াকামোলি উইথ ফ্রায়েস। ফ্রায়েড ক্রিস্পি চিকেন বার্গারের দাম ৫২৫ টাকা। ল্যাম্ব বার্গারের জন্য দিতে হবে ৫৭৫ টাকা।
আরও পড়ুন: Secret Of Success: মেনে চলুন ছোট্ট কিছু টিপস, আজীবন পাবেন সাফল্যের স্বাদ…
পাস্তার প্রকারভেদ
বার্গার খেয়ে পেট ভরেনি? তবে চলে আসুন পাস্তার সেকশনে। চিকেন, ভেজ, চিজ সবরকম পাস্তার ব্যবস্থা রয়েছে এখানে। দামগুলো চট করে একবার জেনে নিন।
চিকেন অ্যালে অলিও- ৫৯৫
লিঙ্গুইনি চেরি টোম্যাটো স্টিউ- ৫৪৫
হার্বড গোনোকি- ৫৪৫
স্প্যাগেটি কার্বোনারা- ৫৯৫
আরও পড়ুন: Pithe Recipe: পৌষ পার্বণ মানেই বাঙালির পিঠে পুলি উৎসব, রইল বাংলার ঐতিহ্যবাহী পিঠের রেসিপি
বিরাটের ভীষণ প্রিয়…
ওয়ান এইট কমিউনের মেন্যু কার্ডে চোখ রাখলে সবার প্রথমেই দেখা মিলবে বিরাটের পছন্দের খাবারের। ক্রীড়াপ্রেমীদের সকলের জানা স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন বিরাট কোহলি। তাই বেশিরভাগ সুস্বাদু স্যালাড খেতেই ভালোবাসেন তিনি। এই লিস্টে তার প্রিয় স্যালাডের নামও আছে। যার নাম সুপার ফুড স্যালাড। মাইক্রো গ্রিন্স, মেলন সিডস সমন্বিত এই স্যালাডের দাম ৫৯৫ টাকা। টার্টার টপড অন আভাকাডোও কোহলির ভীষণ প্রিয়। তার দাম ৬৭৫ টাকা। আর আছে বিরাটের প্রিয় মাশরুম গুগলি ডিমসাম। দাম ৬৭৫ টাকা।
তবে পকেটে যদি যথাযথ টাকা থাকে, তবে ঘুরে আসাই যেতে পারে কিং কোহলির রেস্টুরেন্ট ওয়ান এইট কমিউনে। তবে সাশ্রয়ীরা মনে করছেন অযথা টাকা না খরচ করে বাড়িতে খাওয়াই বেস্ট। তাতে পেট, মন দুই-ই ভালো থাকে।