ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: IPL 2025-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর অধিনায়ক (2025 Bengaluru Captain) হিসাবে ফিরে আসতে পারেন ভারতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি। আবার কি বিরাট কোহলিই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হবেন? তবে এবিষয়ে এখনও কিছু জানায়নি দল। তবে তার আগেই বিরাট কোহলির নাম জানিয়ে দিলেন সতীর্থ।
রিটেনশন লিস্ট (2025 Bengaluru Captain)
নিলামের আগে মাত্র তিন জনকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।তবে সেই তালিকায় ছিলেন কিং কোহলি। তাঁকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছিল বেঙ্গালুরু। তখনই জল্পনা শুরু হয়েছিল যে কোহলিকেই নতুন অধিনায়ক (2025 Bengaluru Captain) করা হবে। ঘনিষ্ঠ মহলে কোহলি জানিয়েছিলেন, তিনি আবার নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি। এখন দেখার, বেঙ্গালুরু সরকারি ভাবে কবে অধিনায়কের নাম ঘোষণা করে।
কোহলির রেকর্ড (2025 Bengaluru Captain)
কোহলি (2025 Bengaluru Captain) রেকর্ড-ব্রেকিং ৬৮ টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছিলেন, ৪০টি ম্যাচ জিতেছিলেন। এটা ইতিহাসে যে কোনও টেস্ট অধিনায়কের চতুর্থ সেরা রেকর্ড।
আরও পড়ুন: WTC Final: কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে ভারত?
আগেও ছিলেন অধিনায়ক
২০২৩ সালে আরসিবির (RCB) অধিনায়কত্ব করলেও ২০২৩ সালে সেই অধিনায়কত্ব পদ থেকে সরে আসেন বিরাট। কোহলি সরে আসার পর ফ্যাফ ডুপ্লেসি অধিনায়কের দায়িত্ব নিয়ে দলকে প্লে অফে তুলেছিলেন। সাম্প্রতিককালে যা আরসিবির অন্যতম সাফল্য। কিন্তু ৪০ পেরোনোয় তাঁকে আর দলে রাখেনি আরসিবি, এবার আরসিবিকে বিদায়লগ্নে সরাসরি বার্তা দিলেন ফ্যাফ।
এখনও সরাসরি কিছু বলেনি দল
যদিও RCB ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট কোহলির অধিনায়ক হিসাবে ফিরে আসার সম্ভাবনা নিয়ে নীরব রয়েছেন। অশ্বিন মনে করেন এটি একটি পূর্বনির্ধারিত উপসংহার। তার ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, ভারতীয় দলের স্পিনার বলেছিলেন যে ভারতীয় ব্যাটিং তারকার এই অধিনায়কের ভূমিকাটি গ্রহণ করবেন কারণ আইপিএল ২০২৫-এর নিলামের সময় বেঙ্গালুরু নতুন কোনও অধিনায়ককে দলে টানার জন্য ঝাঁপায়নি।
আরও পড়ুন: Prithvi Shaw: বিনোদ কাম্বলির ছায়া দেখছেন প্রাক্তন কোচ! কী হবে পৃথ্বী শ-এর?
কী বললেন অশ্বিন?
অশ্বিন তার অফিসিয়াল ইউটিউব হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োতে বলেছেন, “সমস্ত সম্ভাবনায়, আমি মনে করি বিরাট কোহলি সেই দলের অধিনায়কত্ব করতে চলেছেন। আমি এই অনুভূতি পেয়েছি কারণ তারা অধিনায়কের জন্য ঝাঁপায়নি। যদি না এবং যতক্ষণ না তারা অন্য কারোর সঙ্গে যাচ্ছে। আমি অধিনায়ক হিসাবে বিরাট ছাড়া অন্য কাউকে দেখি না”।