Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ICC’র ক্রমতালিকা থেকে হঠাৎ উধাও বিরাট-রোহিতের নাম। সোশ্যাল মিডিয়াযা খবর ছড়িয়ে পড়তেই সকলের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে যে তবে কি অবসর নিলেন দুই তারকা ব্যাটার (ICC ODI Ranking)। কারণ সাধারণত কোনও ক্রিকেটার অবসর নিলে তাকে র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়।
আইসিসি’র র্যাঙ্কিংয়ে উধাও বিরাট-রোহিতের নাম
বিরাট কোহলি আর রোহিত শর্মা, দুজনেই বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটার। বহু ম্যাচেই ভারতের ব্যাটিং দূর্গ সামলেছেন নিজেদের দক্ষতায়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ির ফরম্যাট ও এই বছর ইংল্য়ান্ড সিরিজের আগে টেস্ট থেকেও অবসর নিয়েছেন দুজনে। এখন শুধুমাত্র ওয়ান ডেতেই খেলতে দেখা যাবে তাঁদের এখন (ICC ODI Ranking)।

কিন্তু হঠাৎ করেই ঘটেছে এমন ঘটনা যা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। আইসিসি’র ওডিআই র্যাঙ্কিংয়ের তালিকা থেকে হঠাৎ মুছে গেল বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম (ICC ODI Ranking)। ফলে সবার মনে জল্পনা তৈরি হয়েছে তবে কি অবসর নিলেন দুই তারকা? কারণ অবসর নিলেই নাম মুছে দেয়া হয় তালিকা থেকে।

টি-টোয়েন্টি এবং টেস্টে তাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। তবে, বুধবার আইসিসি’র ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে বিরাট ও রোহিতের নাম নেই (ICC ODI Ranking)। সেই কারণেই তৈরি হয়েছে তাদের অবসরের জল্পনাও। কিন্তু কেন ঘটলো এমন অবাক করার মতো ঘটনা?
আরও পড়ুন: Pakistan Cricket: বোর্ডের চুক্তিতে অবনমন দুই ক্রিকেটারের, প্রশ্নের মুখে কেরিয়ার
আজকের আইসিসি ক্রমতালিকার আপডেটের আগে রোহিত শর্মা ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। চার নম্বর পজিশনে ছিলেন বিরাট কোহলি ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে। ক্রমতালিকা থেকে তাদের নাম সরে যাওয়ার পিছনের কারণ জানিয়েছে আইসিসি। আইসিসি’র তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে তবে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে (ICC ODI Ranking)।

আইসিসি এদিন প্রথমে যে ক্রমতালিকা প্রকাশ করে সেখানে দেখা যাচ্ছিল শুভমন গিল এক নম্বরে উঠে এসেছেন। কিন্তু দ্বিতীয় স্থানে আছেন বাবর আজম। তৃতীয় স্থানে আছেন ড্যারেল মিচেল। ভারতের শ্রেয়স আইয়ার ছয় নম্বর পজিশনে। কিন্তু কিছুক্ষণ পরেই সেই তালিকা ফের বদলে ঠিক করা হয়। সেখানে শুভমনকে ১ নম্বরে দেখা গেলেও দ্বিতীয় স্থানে রোহিত শর্মাই আছে। তিন নম্বর পজিশনে বাবর আজম ও চার নম্বরে বিরাট কোহলিকে দেখা গিয়েছে (ICC ODI Ranking)।