Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউক্রেন যুদ্ধের আবহে ফের একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার (Vladimir Putin Limousine) ষড়যন্ত্রের সন্দেহ ঘনীভূত হয়েছে (Vladimir Putin) । সম্প্রতি, তাঁর ব্যবহৃত বিলাসবহুল লিমোজিনে বিস্ফোরণ ঘটার পর থেকেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে,, ২৯ মার্চ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কী ঘটেছিল? (Vladimir Putin Limousine)
ওই ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুতিনের (Vladimir Putin Limousine) ব্যবহৃত লিমোজিনটির ইঞ্জিনে আকস্মিক বিস্ফোরণ হয়, যার ফলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় রুশ প্রেসিডেন্ট গাড়িতে ছিলেন না, ফলে তিনি অক্ষত থাকেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গুপ্তহত্যার সম্ভাবনা (Vladimir Putin Limousine)
বিশ্লেষকদের মতে, পুতিনের (Vladimir Putin Limousine) লিমোজিন বিস্ফোরণ একটি পরিকল্পিত হত্যার প্রচেষ্টা হতে পারে। এর পিছনে ইউক্রেনীয় গুপ্তচর সংস্থার হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ, এর আগেও ইউক্রেনের সঙ্গে সম্পর্কযুক্ত গুপ্তচররা রাশিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বদের হত্যার পরিকল্পনা করেছিল। ২০২২ সালে রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ আলেকজ়ান্ডার ডুগিনের কন্যা দারিয়া গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারান। সেই হত্যাকাণ্ডের সঙ্গে ইউক্রেনের সংযোগের প্রমাণ পেয়েছিল মস্কো। এছাড়া, মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ভূমিকা থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে, কিছু বিশ্লেষকের মতে, এই বিস্ফোরণের ঘটনাটি পুতিন নিজেই সাজিয়ে থাকতে পারেন। এই অজুহাতে তিনি ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারেন।

আরও পড়ুন: India China : ড্রাগন-হাতির যুগল নৃত্য! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি প্রেসিডেন্ট শি জিনপিং-এর
পুতিনকে হত্যার অতীত প্রচেষ্টা (Vladimir Putin Limousine)
এটি প্রথমবার নয়, এর আগেও বহুবার পুতিনকে হত্যা করার চেষ্টা হয়েছে (Vladimir Putin Limousine)) । ২০২৩ সালের মে মাসে ক্রেমলিনে ড্রোন হামলার মাধ্যমে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ২০২২ সালে ইউক্রেন সফরের সময়ও তাঁর ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা যায়। ২০১২ সালে রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করেছিল রুশ গোয়েন্দারা। ২০০৩ সালে ব্রিটিশ পুলিশের সন্ত্রাস দমন শাখা পুতিন হত্যার ছক বানচাল করেছিল। এছাড়া, আজারবাইজানে এক ইরাকি নাগরিকও পুতিনকে হত্যা করতে গিয়ে ধরা পড়েছিল।
বিস্ফোরণস্থল ও লিমোজিন (Vladimir Putin Limousine)
এই বিস্ফোরণটি ঘটেছে মস্কোর লুবিয়াঙ্কায়, যেখানে রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবির সদর দফতর অবস্থিত। এটি সর্বদা কঠোর নিরাপত্তার আওতায় থাকে, ফলে সেখানে অন্তর্ঘাতমূলক হামলা করা বেশ কঠিন। পুতিনের ব্যবহার করা বিলাসবহুল লিমোজিন ‘অরাস সেনাট’ মডেলের, যা রুশ অভিজাত সমাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
জেলেনস্কির ভবিষ্যদ্বাণী ও বিস্ফোরণের মিল (Vladimir Putin Limousine)
মার্চের শেষ সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, “রুশ প্রেসিডেন্টের দিন ফুরিয়ে এসেছে। তিনি খুব শীঘ্রই মারা যাবেন।” জেলেনস্কির (Volodymyr Zelenskyy) এই বক্তব্যের কয়েক দিনের মধ্যেই পুতিনের লিমোজিন বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।
রাশিয়ার প্রতিক্রিয়া (Vladimir Putin Limousine)
ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, পুতিন সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। তবে আন্তর্জাতিক মহলে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন একটাই—এই বিস্ফোরণের নেপথ্যে কে? ইউক্রেন, আমেরিকা, নাকি পুতিন নিজেই? এ বিষয়ে তদন্ত চলছে, তবে এই ঘটনার পর ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।