ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শান্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে (Volodymyr Zelenskyy) কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার কয়েকদিন আগেই জড়িয়ে পড়ে জেলেনস্কি। তারপরেই সমস্তরকম ভাবে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প। এরপরেই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তার অবস্থান ব্যাখ্যা করেন ভলোদিমির জেলেনস্কি।
‘যা ঘটেছে তা দুঃখজনক’ (Volodymyr Zelenskyy)
আমেরিকা ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি করতে ইউক্রেন সম্মত বলে জানিয়েছেন জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, ‘শুক্রবার হোয়াইট হাউসে আমাদের বৈঠক যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। যা ঘটেছে তা দুঃখজনক। তবে সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। শান্তির লক্ষ্যে কাজ করতে আগ্রহী আমরা। এই মুহূর্তে ইউক্রেনবাসীর চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। আমার দল এবং আমি স্থায়ী শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে কাজ করতে প্রস্তুত।’ পাশাপাশি তিনি লেখেন, ‘যুদ্ধ থামানোর প্রথম পদক্ষেপ হতে পারে বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি। রাশিয়া যদি এই পথে হাঁটে তবে আমরাও প্রস্তুত। পরবর্তীতে ধাপে ধাপে শক্তিশালী চুক্তি সম্পন্ন করতে আমেরিকার সঙ্গে কাজ করতে তৈরি আমরা।’
যুক্তরাষ্ট্র কিয়েভে সামরিক সহায়তা বন্ধ (Volodymyr Zelenskyy)
যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তি ব্যর্থ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি (Volodymyr Zelenskyy) বলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ওই চুক্তি ব্যর্থ হওয়ার পর ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত রয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে উত্তপ্ত ওই বৈঠকে কূটনীতিক সম্পর্ক ভেঙে পড়ার পর মঙ্গলবার ইউক্রেনে এ খবর ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্র কিয়েভে সামরিক সহায়তা বন্ধের বিষয়টি ‘স্থগিত ও পর্যালোচনা’ করছে।
আরও পড়ুন: Sheikh Hasina: হাসিনা ভারতে অবস্থান করলেও বিচারপ্রক্রিয়া থেমে থাকবে না, জানিয়ে দিলেন ইউনূস
জেলেনস্কির বার্তা পড়ে শোনান
জেলেনস্কির চিঠি হাতে পেয়ে আনন্দিত হন ট্রাম্প। ধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে জেলেনস্কির বার্তা পড়ে শোনান ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি বলেন, মঙ্গলবার জেলেনস্কির থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি আমরা। যেখানে উনি বলেছেন, শান্তির লক্ষ্যে কাজ করতে আলোচনার টেবিলে আসতে প্রস্তুত উনি। এবং আমেরিকার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। নিঃসন্দেহে ওনার এই সিদ্ধান্ত প্রশংসনীয়।
আমেরিকার সঙ্গে শত্রুতায় বিপদ?
তবে ইউক্রেনের এই পদক্ষেপ প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে শত্রুতা অত্যন্ত বিপদের হতে পারে ইউক্রেনের জন্য। এমনিতে দেশের অনেকখানি অংশ চলে গিয়েছে রাশিয়ার দখলে। অস্ত্র সাহায্য বাবদ ৫০০ বিলিয়ন ডলারের ঋণ আমেরিকার কাছে। এই অবস্থায় অস্ত্র সাহায্য বন্ধ করে আমেরিকা যদি রাশিয়ার পক্ষ নেয় তবে তা খুব একটা ভালো হবে না ইউক্রেনের কাছে। সুতরাং বুদ্ধির সঙ্গে ট্রাম্পের সাথে শান্তি বজায় রাখাই ভালো বলে মনে করছে ইউক্রেন।