ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় পাশ (Waqf Amendment Bill) হয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক অভূতপূর্ব মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করছেন, সেখান থেকেই এই গুরুত্বপূর্ণ ঘটনার ঘোষণা দেন। তিনি সমাজমাধ্যমে বিলটির পাশ হওয়ার পর সকল সাংসদ ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
মোদীর বক্তব্য (Waqf Amendment Bill)
প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “সংসদের দুই কক্ষে বিলটি পাশ হওয়া আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” এই সংশোধনী বিলে যে সব মানুষ দীর্ঘকাল ধরে প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
ওয়াকফ ব্যবস্থায় ‘ত্রুটি’! (Waqf Amendment Bill)
বিলটি নিয়ে আলোচনা চলাকালীন, মোদী জানান, ওয়াকফ ব্যবস্থায় যে ‘ত্রুটি’ ছিল তা বহু দশক (Waqf Amendment Bill) ধরে চলছিল। এর ফলে মুসলমান মহিলাদের, গরিব মুসলমানদের এবং পসমন্দা মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আশাবাদী যে, নতুন আইনটির মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।
রাষ্ট্রপতির আইনের অপেক্ষা
লোকসভায় বিলটি গভীর রাতে পাশ হওয়ার পর, পরের দিন রাজ্যসভাতেও এটি অনুমোদন পায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই হলেই এটি আইনে পরিণত হবে এবং ৭০ বছরের পুরনো ওয়াকফ আইন পরিবর্তিত হবে।
আরও পড়ুন: Waqf Amendment Bill: লোকসভার পর রাজ্যসভা, গভীর রাতে পাশ হল ওয়াকফ সংশোধনী বিল

পক্ষে-বিপক্ষে
এদিকে, বিলটি পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। বৃহস্পতিবার গভীর রাতে ধ্বনিভোটের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে দেখা যায় বিলের পক্ষে ১২৮ এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে। বিরোধী পক্ষ বিভাজনের (ডিভিশন) দাবি জানালেও ভোটাভুটির প্রক্রিয়া অব্যাহত ছিল, যা প্রায় ১২ ঘণ্টা ধরে চলে।

দেশজুড়ে আলোচনা
লোকসভাতেও বিলটির বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত, সেখানে ২৮৮ জন সাংসদ পক্ষে ভোট দেন, বিপক্ষে ছিলেন ২৩২ জন। ফলে, এই বিলের পাশ হওয়া নিয়ে দেশজুড়ে আলোচনা এবং বিতর্ক শুরু হয়েছে।