ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অয়ন মুখার্জীর ‘ওয়ার ২’ (War 2) সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে । এই আলোড়নে আরও একটি মাত্রা যোগ হয়েছে। পরিচালক তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ থেকে ব্লকবাস্টার ‘কেশরিয়া’ মিউজিক টিমকে ‘ওয়ার ২’ ছবিতে ফিরিয়ে আনছেন।
আবেগময় উত্তেজনা (War 2)
ওয়ার ২ (War 2) এর টিজার ও ট্রেলারে কবিরের উচ্চস্তরের অ্যাকশন দেখানো হয়েছে। তবে ফ্ল্যাশ ব্যাকের ট্র্যাকটি আবেগময় উত্তেজনার সৃষ্টি করেছে। গানটির মধ্য দিয়ে কবির ও কাব্যর অতীত সম্পর্কে গভীর ধারণা পাওয়া যাবে। রোম ও টাস্কানিসহ ইউরোপীয় লোকেশনে শুটিং করা মনোমুগ্ধকর দৃশ্য এই গানটিতে দেখা গিয়েছে। ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক ও কিয়ারার (Hrithik-Kiara) গানটির জন্য পুনরায় একত্রিত করা হয়েছে প্রীতম, অরিজিৎ সিং ও অমিতাভ ভট্টাচার্যকে।
প্রেমের রসায়ন (War 2)
জানা গিয়েছে, গানের ট্র্যাকটি খুবই সুন্দর, যা ‘ওয়ার ২’ (War 2) ছবিতে হৃতিক ও কিয়ারার (Hrithik-Kiara) চরিত্রের মধ্যে প্রেমের সম্পর্ক তুলে ধরেছে। ট্র্যাকটি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। এটি ওয়ার ২ এর প্রথম গান, যা দর্শকদের দেখার জন্য মুক্তি পাবে। ছবিতে কিয়ারাকে মারাত্মক অবতারে দেখতে পাবে দর্শক।
আরও পড়ুন: Koel Mallick: দুর্গা রূপে মহিষাসুর বধ করবেন কোয়েল! শিব হচ্ছেন কে?
বহু প্রতীক্ষিত ছবি
ছবি নির্মাতারা হিন্দি ও তেলেগু ভাষায় এই বহু প্রতীক্ষিত ছবি ওয়ার ২ মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন। ওয়ার ২ ভারতের ডলবি সিনেমায় প্রথম মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবি। ২০২৫ সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’, তা বলার অপেক্ষা রাখে না। ছবিটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া (Aditya Chopra)।
প্রথমবার স্ক্রিন শেয়ার
‘ওয়ার ২’ (War 2) ছবির মধ্যে আরও একটি ভালো লাগা রয়েছে, সেটা হল প্রথমবার ছবিতে স্ক্রিন শেয়ার করছেন কিয়ারা ও হৃতিক রোশন। তাঁদের প্রেমের রোমান্টিক ট্র্যাকটি কিয়ারার জন্মদিন ৩১ জুলাই মুক্তি পাবে বলে শোনা গিয়েছে। গানটি অরিজিৎ সিং (Arijit Singh) এর। আগেও হৃতিকের চার্টবাস্টার ‘ঘুংরু’ গানটি পরিবেশন করেছিলেন তিনি। ট্রেলারে কিয়ারা ও হৃতিকের রসায়ন তুলে ধরা হয়েছে। কিয়ারার মা হওয়ার পর ‘ওয়ার ২’ হবে কিয়ারার প্রথম মুক্তি প্রাপ্ত ছবি। বলিউডের কিয়ারার কাজের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। বহু নায়িকা আছেন যাঁরা সংসার জীবনের মাঝে হারিয়ে যান। কাজের জগতে খুব একটা দেখা মেলে না। কিন্তু সেই ধারায় পা মেলাননি কিয়ারা। অভিনেত্রী নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চান। বেবিবাম্প নিয়েই নজর কেড়েছিলেন মেট গলায়। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা অবস্থাতে তিনি শুটিংও করেছেন। মা হওয়ার পর এবার শুরু হতে চলেছে অভিনেত্রীর নতুন জার্নি।
আরও পড়ুন: Nandini-Titiksha: বন্ধুত্ব ভাঙল নন্দিনী-তিতিক্ষার? কারণ নিয়ে ধোঁয়াশা
প্রসঙ্গত, ২০১৯ সালে সর্বোচ্চ আয়কারী ছবি ‘ওয়ার’। যেখানে টাইগার শ্রফকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে ২০২৫ এ ‘ওয়ারে’র সিক্যুয়েল নিয়ে বড় পর্দা কাঁপাতে চলে আসছে ‘ওয়ার ২’।