Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতা দিবসের আগে দিনেই মুক্তি পাবে ‘ওয়ার ২’ (War 2)। বলা যেতে পারে দর্শক একপ্রকার দিন গুনছেন ছবির মুক্তির জন্য। এই ছবিতে হৃতিক রোশন (Hrithik Roshan) ও এন টি আর ( N. T. Rama Rao Jr.) এর অ্যাকশন দৃশ্য ধরা পড়বে । আর তাঁদের অ্যাকশন দৃশ্যের অপেক্ষায় দর্শক।
এক সাথে কাজ (War 2)
এনটিআর এর (War 2) কথায় , ‘ওয়ার ২’ পাগলাটে হতে চলেছে। ১৪ আগস্ট সেই দৃশ্য পর্দার দেখা যাবে। অভিনেতার মতে, তিনি একসময় হৃতিকের ‘কাহো না প্যার হে’ (‘Kaho Naa… Pyaar Hai) দেখে পাগল হয়ে গিয়েছিলেন। তিনি হৃতিকের নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন। হৃতিককে দেশের সেরা নৃত্যশিল্পীদের মধ্যে একজন মনে করেন এন টি আর। দক্ষিণী অভিনেতার কথায় , হৃতিকের প্রশংসা করেই শুরু হয়েছিল অভিনেতা এনটিআর এর অভিনয়ের যাত্রা। আর এত বছর পর হৃতিকের সাথে অভিনয় ,নাচ করার সুযোগ পেয়ে ভীষণ খুশি এন টি আর।
আয়োজন (War 2)
এন টি আর (War 2) মনে করেন ,’ওয়ার ২’ কেবল বলিউডে নয়, তেলেগু সিনেমায় হৃতিকের আগমন ঘটাবে। কারণ তেলেগু সিনেমায় হৃতিক রোশন আসতে চলেছেন। হৃতিকের কণ্ঠস্বর থাকবে সেখানে। এনটিআর আরও মনে করেন ,’ ‘ওয়ার ২’ হিন্দি সিনেমায় এন টি আরের আসার সিনেমা নয় ,এটি তেলেগু সিনেমায় হৃতিকের আসার আয়োজন।’ এন টি আর তাঁর পরিবার, ভক্ত ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনি মনে করেন, ভক্ত, দর্শকদের আশীর্বাদে আজ তিনি এমন জায়গায় আসতে পেরেছেন।
প্রশংসায় পঞ্চমুখ
পর্দায় হৃতিক ও এন টি আর প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তবে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। এন টি আর হৃতিককে সেরা মনে করেন। অন্যদিকে হৃতিক রোশনও মনে করেন , এন টি আর একটা টেকেই ফাইনাল টেক দিতে পারেন। যেটা তিনি দেখেছেন। আর এন টি আর -এর এটি একটি আলাদা বিশেষত্ব বলে মনে করেন হৃতিক রোশন (Hrithik Roshan)।
মুক্তির আগেই এক ফ্রেমে
সম্প্রতি হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে হৃতিক ও এন টি আরকে দেখা গিয়েছে একসাথে । একে অপরের কাঁধে হাত রেখে ছবি তোলেন তাঁরা। অনেকেই ভেবেছিলেন, একমাত্র পর্দায় হয়ত দুইজনকে এক ফ্রেমে দেখা যাবে। তবে ছবি নির্মাতারা অনুরাগীদের কথা ভেবেই হয়ত, একই ফ্রেমে এনেছেন হৃতিক ও এন টি আরকে।
আরও পড়ুন: Antrum Film: রহস্য-গুজবের আড়ালে আসল সত্য জানেন! কি আছে এই সিনেমায়?
পর্দায় চমকের অপেক্ষা
‘ওয়ার ২’ (War 2) তে দেখা যাবে হৃতিক , এন টি আর এর সাথে লড়াই করছেন । অন্যদিকে কিয়ারার সাথে প্রেম করছেন। তাছাড়াও ছবিতে রয়েছে আরও কিছু চমক। শোনা গিয়েছে সেই চমকগুলো দেখা যাবে পর্দায়। ছবি মুক্তির আগে হিন্দি, তামিল, তেলেগু মিলিয়ে প্রায় ৬৭ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ছবি নির্মাতারা ভাবছেন ,ওয়ার্ড ২ বক্স অফিসে ভালো ফল করবে। তার উপর স্পাই ইউনিভার্সের গল্প। সাথে থাকছেন জনপ্রিয় তারকাদের সমাবেশ। বলা যেতে পারে, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ ভীষণ জনপ্রিয় হতে চলেছে দর্শকের কাছে।