ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন (WAVES 2025) যে এনভিআইডিআইএ, গুগল, অ্যাপল, মাইক্রোসফ্ট, স্টার ইন্ডিয়া, মেটা এবং অ্যাডোবের মতো বিশ্বব্যাপী প্রযুক্তি জায়ান্টরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সহযোগিতা করছে।
সৃজনশীল অর্থনীতি ও ডিজিটাল মিডিয়া শিল্পে নতুন দিগন্ত (WAVES 2025)
বৃহস্পতিবার মুম্বইয়ে শুরু হওয়া WAVES-2025 সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, মুম্বইয়ে প্রতিষ্ঠিত হতে চলেছে ভারতীয় সৃজনশীল প্রযুক্তি ইনস্টিটিউট (IICT)। এই প্রতিষ্ঠান সৃজনশীল অর্থনীতি ও দেশের বিনোদন ও ডিজিটাল মিডিয়া শিল্পকে নতুন মাত্রা দেবে।
প্রধানমন্ত্রীর অনুদান ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা (WAVES 2025)
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী IICT প্রতিষ্ঠার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছেন (WAVES 2025)। প্রকল্পের জন্য জমি প্রদান করেছে মহারাষ্ট্র সরকার।
বিশ্বমানের প্রতিষ্ঠান গঠনে প্রযুক্তি জায়ান্টদের সহযোগিতা
IICT-কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে NVIDIA, Google, Apple, Microsoft, Star India, Meta ও Adobe-এর মতো প্রযুক্তি জায়ান্টরা সহযোগিতা করছে। WAVES ও IICT মুম্বইকে বৈশ্বিক সৃজনশীল পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করবে।
IIT ও IIM-এর আদলে গঠিত হবে IICT
IICT গঠিত হবে IIT ও IIM-এর আদলে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, FICCI ও CII-এর সহযোগিতায় এটি একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
দুই পর্যায়ে গঠিত হবে প্রতিষ্ঠান
প্রথম পর্যায়ে পেডার রোডে প্রতিষ্ঠিত হবে ইনস্টিটিউটের প্রথম অংশ। এখানে অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস ও এক্সটেন্ডেড রিয়েলিটি (AVGC-XR) বিষয়ে শিক্ষা প্রদান করা হবে। থাকবে ভার্চুয়াল প্রোডাকশন সেটআপ, ইমার্সিভ স্টুডিও, অ্যানিমেশন ল্যাব, গেমিং ল্যাব, এডিট ও সাউন্ড স্যুট এবং স্মার্ট ক্লাসরুম।
দ্বিতীয় পর্যায়ে গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে ১০ একর জমির উপর গড়ে তোলা হবে ক্যাম্পাস। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: Drinking Five Bottles Liquor: ১০ হাজার টাকা বাজি রেখে ৫ বোতল মদ্যপান, অকালে প্রাণ গেল যুবকের
প্রশিক্ষণ, উদ্ভাবন ও নীতিনির্ধারণে গুরুত্ব
IICT প্রশিক্ষণ, ইনকিউবেশন, উদ্ভাবন, গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্ব দেবে। এর মাধ্যমে নবীন সৃষ্টিশীল ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের জন্য অসংখ্য সুযোগ সৃষ্টি হবে।
WAVES-2025 সম্মেলনে অংশগ্রহণকারীরা
চার দিনব্যাপী WAVES-2025 সম্মেলন বৃহস্পতিবার মুম্বইয়ের JIO ওয়ার্ল্ড সেন্টারে প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেন। এতে Netflix, Amazon, Google, Meta, Sony, Reliance, Adobe, Tata, Balaji Telefilms, Dharma Productions, Saregama ও Yash Raj Films-এর মতো ১০০-র বেশি শীর্ষস্থানীয় প্রদর্শক অংশগ্রহণ করছে। JetSynthesys, Digital Radio Mondiale (DRM), Free Stream Technologies, Neural Garage ও Fractal Picture-এর মতো নতুন প্রজন্মের উদ্ভাবকরাও এতে অংশ নিচ্ছেন।