ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগরের (Gangasagar Mela 2025) পূণ্যস্নানের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বাবুঘাটে জড়ো হচ্ছেন পূণ্যার্থীরা। আর সেদিকে নজর রেখে সব ধরণের বন্দোবস্ত রেখেছে রাজ্য প্রশাসন। স্বাস্থ্য পরিষেবা থেকে গঙ্গাসাগর কীভাবে যাবেন সব তথ্য জানার ব্যবস্থা করা হয়েছে। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবি সংস্থাগুলিও।
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2025) নিয়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কলকাতার বাবুঘাট জড়ো হয়েছেন সাধুসন্তরা। তাদের দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষও। রাজ্য প্রশাসনের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনও সমস্যায় না পড়েন পূণ্যস্নানের জন্য আসা মানুষজন। স্বাস্থ্য পরিষেবা রয়েছে। ব্যবস্থা করা হয়েছে পানীয় জল সহ অন্যান্য পরিষেবার। রাজ্য সরকারের এই ব্যবস্থাপনায় খুশি সাধু সন্তরাও।
আরও পড়ুন: https://tribetv.in/weather-forecast-predicts-a-slight-increase-in-temperature-from-next-week/
বাবুঘাট চত্বরে সবসময় থাকছেন সরকারি আধিকারিকরা। সমস্ত বিষয় সরজমিনে নজর রাখছেন তারা। সরকারের জন প্রতিনিধিরাও ঘুরে ব্যবস্থাপনা দেখে যাচ্ছেন। সবমিলিয়ে জমজমাট বাবুঘাট চত্বর। প্রসঙ্গত গঙ্গাস্নানের (Gangasagar Mela 2025) সময় ও তারিখ হল ১৪ জানুয়ারি ভোট ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি ভোর ৬টা ৫৮ অবধি।