ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নতুন তালিকার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ রাজ্য। আগামী সোমবার শুনানি (OBC List)।
ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (OBC List)
২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র (OBC List) বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। ২০২৪ সালের ২২ মে ওই নির্দেশ বহাল রেখেছিল আদালত।সরকারের ৭৭ টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। রায়ে বলা হয়েছিল, ২০১০ সালের আগে ৬৬টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ। তার পর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল করা হচ্ছে। যার জেরে রাজ্যে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে কোনও স্থগিতাদেশ দেয়নি। মামলাটি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন : Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, দুর্যোগ চলবে কলকাতাতেও
ওবিসির নতুন তালিকায় স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের (OBC List)
কারা ওবিসি তালিকাভুক্ত (OBC List) হবেন, সে বিষয় নির্ধারণ করতে নতুন করে জনজাতিদের মধ্যে যাচাই করবে রাজ্যের ওবিসি কমিশন। এরপরই নতুন তালিকা ঘোষণা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, পুরনো জনজাতিকেই নতুন মোড়কে ফের ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার। নতুন করে সমীক্ষা চালিয়ে ১৪০ টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন যে তালিকা দিয়েছিল রাজ্য গত ১৮ জুন তার ওপরও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও পড়ুন : Kolkata Metro Rail: জোর করে আটকাবেন মেট্রোর দরজা! জরিমানা হতে পারে কিন্তু
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার
রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি বিআর গভাই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলার শুনানি। এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও দায়ের হয়েছে বলে জানান সিব্বল। আদালত অবমাননার মামলার উপরেও স্থগিতাদেশের আবেদন করেছে রাজ্য।