ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে শিল্প ও পরিষেবা (WB GST Collection) খাতে ধারাবাহিক অগ্রগতির স্পষ্ট প্রতিফলন মিলল চলতি বছরের জুলাই মাসের জিএসটি সংগ্রহে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের জিএসটি সংগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এই তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাজ্যের জিএসটি আদায় হয়েছে ৫ হাজার ৮৯৫ কোটি টাকা। এক বছর আগের তুলনায় এই পরিমাণ ১২ শতাংশ বেশি।
রাজ্যে নতুন বিনিয়োগ! (WB GST Collection)
এই পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই প্রকাশিত (WB GST Collection) হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই বৃদ্ধি রাজ্যের ব্যবসা ও ব্যয়ের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির প্রতিফলন। এটি রাজ্যের শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধিকে তুলে ধরে।’’ গত বছর জুলাই মাসে রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ৫ হাজার ২৫৭ কোটি টাকা। সেই জায়গা থেকে মাত্র এক বছরের মধ্যে এই পরিমাণ বেড়ে প্রায় ৫ হাজার ৮৯৫ কোটি টাকা হয়েছে। যা শতাংশের হিসাবে ১২ শতাংশেরও বেশি বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, এই অগ্রগতি রাজ্যের শিল্প ও পরিষেবা ক্ষেত্রে নতুন করে বিনিয়োগ আসারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
জিএসটি সংগ্রহের যৌথ বৃদ্ধির হার (WB GST Collection)
এছাড়া, জুলাই পর্যন্ত রাজ্যের মোট জিএসটি সংগ্রহের যৌথ বৃদ্ধির হার বা (WB GST Collection) কিউমুলেটিভ গ্রোথ রেট দাঁড়িয়েছে ৭.৭১ শতাংশ। এই পরিসংখ্যান দেখে অর্থনীতিবিদেরা মনে করছেন, রাজ্যে ব্যবসা, পরিষেবা এবং উৎপাদন ক্ষেত্র জোরকদমে প্রসার লাভ করছে। একাধিক নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি পরিষেবা খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে।
আরও পড়ুন: Death in Thunderstorm: বাঁকুড়ায় ফের বজ্রপাতের জেরে মৃত ২ কৃষক, গত ১৫ দিনে ১১ জনের মৃত্যু!
জিএসটি আদায়ে এই ধরনের ক্রমবর্ধমান প্রবণতা রাজ্য সরকারকে রাজস্ব আয়ের দিক থেকে উল্লেখযোগ্য সহায়তা করবে বলেও মনে করছেন অনেকে। এতে রাজ্যের সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নের পথ আরও মসৃণ হবে। রাজ্যের এই অর্থনৈতিক অগ্রগতি নিঃসন্দেহে এক ইতিবাচক দিকনির্দেশ, যা ভবিষ্যতে বিনিয়োগ আকর্ষণেও সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। শিল্পবান্ধব নীতি, পরিকাঠামোর উন্নয়ন এবং উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ-এই সব মিলিয়েই রাজ্যে তৈরি হচ্ছে এক অনুকূল শিল্প-পরিবেশ।
