ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে ফের বিক্ষোভ। আঁচ পড়লো বিধানসভার অধিবেশনে। রাজ্য ভাগে সমর্থন নয়। কোচবিহারের আন্দোলন নিয়ে বিধানসভায় সাফ জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
আরও একবার কোচবিহারে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। আট বছর পর আরও একবার আলাদা রাজ্যের দাবির নিয়ে সক্রিয় হয়েছে গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশন। কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো কর্মসূচি।
বুধবার ভোরে বংশী মদনের নেতৃত্বে অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। তাদের আন্দোলনের ফলে প্রভাব পড়তে শুরু করেছে যান চলাচল সহ পরিবহন ব্যবস্থার উপরে। আর ঠিক এই সময় বুধবার রাজ্য বিধানসভায় বসে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কোনও ভাবেই কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন নয়।
আরও পড়ুন: https://tribetv.in/rjd-supremo-lalu-prasad-yadav-supports-mamata-banerjee-as-a-india-block-leader/
এদিন বিধানসভায় তিনি বলেন, কেউ কেউ আছেন যারা গত কয়েকদিন ধরে সংবাদের আড়ালে চলে যাচ্ছিলেন। আবার সংবাদের আলোয় ফেরার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এক্ষেত্রে তিনি বংশীবাদন বর্মন সহ একাধিক যে গ্রেটার কোচবিহারের নেতা তাদের দিকে আঙুল তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আন্দোলনটা যেহেতু শুধুমাত্র ‘রেল রোকো’কে কেন্দ্র করে রয়েছে, তাই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার রেলকেই নিতে হবে। এক্ষেত্রে যদি রেল রাজ্য সরকারের কোনও সাহায্য চায় সেক্ষেত্রে রাজ্য সরকারও সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে। উদয়ন গুহ স্পষ্ট ভাষায় বলছেন লাইফ লাইন বন্ধ করে দিয়ে মানুষকে বিপদে ফেলবার এই ধরনের অপচেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
আরও পড়ুন: https://tribetv.in/delhi-assembly-election-aap-to-contest-alone/
ভিন্ন ভিন্ন সংগঠনের কিছু মাথা আছে তারা নিজেদের অবস্থানকে জাহির করার জন্য নিজেদের প্রাসঙ্গিকতা কে তুলে ধরার জন্য মাঝেমধ্যেই এ ধরনের কর্মসূচিতে শামিল হন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মতে আজকের যে কর্মসূচি ছিল সেটি এ ধরনেরই একটি কর্মসূচি। যে সংগঠন তিনি যেই হোন না কেন আলাদা রাজ্যের দাবির বিরুদ্ধে আমরা সক্রিয়। এর বিরুদ্ধে যতদূর যাওয়ার আমরা যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় প্রথম দিন থেকেই বলেছেন কোনভাবেই কোন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন নয়। একইভাবে আমরা কোনও রাজ্য ভাগকে সমর্থন করি না, সাফ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।