ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঁধ ভেঙে নদীর জল গ্রামে ঢুকে পড়ছে এবং একের পর এক গ্রাম (WB River Erosion) ভেসে যাচ্ছে। মালদহ ও মুর্শিদাবাদে নদীর বাঁধ ভাঙন একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার বিধানসভায় রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, নদী ভাঙন রোধে একটি বিশেষ পরিকল্পনা (মাস্টারপ্ল্যান) গ্রহণ করা হবে।
নদীর ভাঙনের সমস্যা (WB River Erosion)
মালদহ এবং মুর্শিদাবাদে প্রতিবছরই নদীর ভাঙন বড় সমস্যা হয়ে (WB River Erosion) দাঁড়াচ্ছে। যদিও রাজ্য সরকার প্রতি বছর এই ভাঙন রোধে নানা পদক্ষেপ নেয়, তবুও স্থায়ী সমাধান পাওয়া যায় না। এই সমস্যার দিকে বিজেপি বিধায়ক গোপাল সাহার প্রশ্নের উত্তরে সেচমন্ত্রী জানান, রাজ্য সরকার এবার ভাঙন রোধে বিশেষ পরিকল্পনা করতে যাচ্ছে।
মাস্টারপ্ল্যানের ঘোষণা (WB River Erosion)
মাস্টারপ্ল্যানের ঘোষণার পাশাপাশি সেচমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উপর অভিযোগও (WB River Erosion) তুলেছেন। তিনি বলেন, “নদী বাঁধ ভাঙনে হাজার হাজার মানুষ জমি, বাড়ি ও স্কুল হারাচ্ছেন, কিন্তু এই খাতে কেন্দ্র কোনো আর্থিক সহায়তা প্রদান করছে না।” তিনি দাবি করেন, “মুখ্যমন্ত্রী মালদহ ও মুর্শিদাবাদে নদী বাঁধের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন।” সেচমন্ত্রী বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনার সরকারের কাছে অর্থের দাবি জানান।”
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের! গ্রেপ্তার ৩, মাদক পাচার নাকি ডাকাতি?
ঘাটাল মাস্টারপ্ল্যান
বিশেষ পরিকল্পনার কথা বলা হলেও, তা কিভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সেচমন্ত্রী। উল্লেখ্য, ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের দীর্ঘদিনের টানাপড়েন চলছে। এই প্রসঙ্গ নিয়ে লোকসভাতেও আলোচনা হয়েছে। ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) নিয়মিতভাবে এই পরিকল্পনা নিয়ে সোচ্চার হয়েছেন। রাজ্য সরকার জানিয়েছে, তারা নিজেদের তহবিল থেকে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করবে, কিন্তু ওই পরিকল্পনা নিয়েও কেন্দ্রের কাছে অর্থের অভাবের অভিযোগ উঠেছিল।
সমস্যার সমাধান কবে?
এখন মালদহ ও মুর্শিদাবাদের নদী ভাঙন সমস্যার সমাধানে রাজ্য সরকার যে বিশেষ পরিকল্পনার ঘোষণা করেছে, তার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই ধরনের সমস্যা মোকাবিলার জন্য জনসাধারণের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা সরকারের জন্য প্রধান কর্তব্য। ভাঙন রোধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিলে আশা করা যায় যে, এলাকাবাসীরা শান্তিতে বাস করতে পারবেন।