Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার রাজ্য জুড়ে যখন বহু চাকরিপ্রার্থী (WB SSC Exam) এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন নতুন চাকরির আশায়, তখন একদল প্রাক্তন শিক্ষক সেই একই হলে বসছেন একরাশ বেদনা ও ক্ষোভ নিয়ে। তাঁদের চোখে এই পরীক্ষা শুধুই আরেকটা নিয়োগ নয়, বরং তাঁদের সঙ্গে ঘটে যাওয়া অবিচারের প্রেক্ষিতে এক কঠিন মানসিক লড়াই। তাই প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন কালো পোশাক-নিঃশব্দে, অথচ দৃশ্যমান এক প্রতীকী প্রতিবাদ।
…ভুলে যাওয়া যাবে না আমরা কী হারিয়েছি (WB SSC Exam)
এদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে দেখা গেল প্রাক্তন শিক্ষক চিন্ময় মণ্ডল ও মেহবুব মণ্ডলের (WB SSC Exam) মতো বহুজনকে কালো জামা পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে। তাঁদের বক্তব্য, “নিয়ম মেনেই পরীক্ষা দেব, কিন্তু ভুলে যাওয়া যাবে না আমরা কী হারিয়েছি।” তাঁরা জানেন, আজকের পরীক্ষার হলে তাঁদের সামনে থাকবেন সেই ব্যক্তিরাই, যাঁদের এক সময় তাঁরা সহকর্মী বলে জানতেন, অথচ এখন ইনভিজিলেটরের আসনে বসে তাঁকেই নজরদারি করছেন।
আরও পড়ুন: WB Weather Update: শরতেও মেঘলা আকাশ, অব্যাহত বৃষ্টির দাপট!
যোগ্যতা থাকা সত্ত্বেও দিতে হচ্ছে পরীক্ষা! (WB SSC Exam)
চিন্ময় মণ্ডলের কথায়, “এই পরিস্থিতি আমাদের পক্ষে অসহনীয়। যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আবারও পরীক্ষার্থী হিসেবে বসছি। এটা যেমন লজ্জার, তেমনি দুঃখজনক।” তাঁর মতে, এই পরীক্ষা শুধুমাত্র দক্ষতা যাচাই নয়, বরং একটি মানসিক অবমাননার নাম হয়ে উঠেছে। পরীক্ষার মাত্র ৯০ মিনিটে তাঁরা কতটা নিজেদের মেলে ধরতে পারবেন, তা নিয়েও রয়েছে সংশয়।

যন্ত্রণা ও প্রতিবাদ প্রকাশ
এদিকে, মেহবুব মণ্ডল এই পরিস্থিতিকে তুলনা করেছেন কিছু অন্ধকার অধ্যায়ের সঙ্গে। তাঁর কথায়, “আমাদের এই পরীক্ষা দেওয়া যেন একরকম শাস্তি। যেভাবে অতীতে সমাজের অন্যায় রীতিনীতি চাপিয়ে দেওয়া হত, আমাদের ওপরও ঠিক সেইরকম ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই পরীক্ষা।” কালো পোশাকের মধ্য দিয়ে তাঁরা সেই যন্ত্রণা ও প্রতিবাদ প্রকাশ করতে চেয়েছেন।
আরও পড়ুন: SSC Exam: বিতর্কের পর রবিবার এসএসসি পরীক্ষা, পরীক্ষাকেন্দ্র জুড়ে কড়া নজরদারি
চাকরিহারা এই শিক্ষকরা মনে করেন, যদি আগে থেকেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মমাফিক হত, তাহলে আজ তাঁদের এই পরিস্থিতিতে পড়তে হত না। তাঁদের দাবি, যোগ্যরা যেন এবার অন্তত ন্যায় পান, কেউ যেন বঞ্চিত না হন। তাঁরা চান, এই নিয়োগ হোক স্বচ্ছ, হোক নিরপেক্ষ।