Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বরের শুরুতেই রাজ্যে (WB Weather Report) ফের একবার সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষ সতর্কতা জারি (WB Weather Report)
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (WB Weather Report) ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে এই ঝোড়ো হাওয়া বইবে বলে আশঙ্কা। এই সময় সমুদ্র থাকবে উত্তাল। ফলে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজকের আবহাওয়া (WB Weather Report)
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল (WB Weather Report) ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি, সেটাও স্বাভাবিকের চেয়ে কিছুটা ঊর্ধ্বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি, ফলে ভ্যাপসা গরম অব্যাহত।
বৃষ্টি কোথায় কোথায় হবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া বৃহস্পতিবার ফের বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা। আবহাওয়াবিদদের মতে, এই জেলাগুলিতে হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি।

আরও পড়ুন: Afghanistan Earthquake: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৬১০, এখনও চলছে উদ্ধারকার্য!
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে বলা যায়, রাজ্যে ফের সক্রিয় হয়েছে বর্ষা।