Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণাবর্তের প্রভাবেই ফের বৃষ্টিমুখর (WB Weather Update) হতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন (WB Weather Update)
আবহাওয়া দফতর জানায়, পূর্ব বিহারের উপরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি (WB Weather Update) বর্তমানে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি, দক্ষিণ ওড়িশার উপকূলের কাছাকাছি আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের সম্মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করছে, যার ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
হলুদ সতর্কতা জারি (WB Weather Update)
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে (WB Weather Update) পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার থেকে এই আবহাওার প্রকোপ আরও বাড়তে পারে। বিশেষত কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই জেলাগুলির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার পরিস্থিতি কিছুটা বদলালেও হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফের ঝড়বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত। ফলে এই সমস্ত জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা আরও জোরালো। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অঞ্চলে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার একই ধরনের বৃষ্টি হবে কোচবিহারেও। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই প্রবণতা আগামী সপ্তাহের মধ্যবুধবার পর্যন্ত চলবে বলেই পূর্বাভাস।
আরও পড়ুন: Reliance Relief Drive: পাঞ্জাবের বানভাসি মানুষের পাশে রিলায়েন্স, চলছে বৃহৎ ত্রাণ অভিযান
আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৫ ডিগ্রি বেশি।