Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছর নাকি গরমে পুড়ে খাক হওয়ার কথা ছিল (WB Weather Update) বঙ্গের। কিন্তু সেটা তো হয়নি। উল্টে বৃষ্টিতে একেবারে কাক ভেজা ভিজছে পশ্চিমবঙ্গ। একটানা বৃষ্টিতে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির মাস চলে গেলেও বৃষ্টি এখনও বিদায় নেয়নি। আবারও বঙ্গে বৃষ্টির পূর্বাভাস মিলেছে!
সামনেই পুজো। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি (WB Weather Update)। সকলের মনে এখন একটাই প্রশ্ন তবে কি মা মর্ত্যে আসছেন বৃষ্টিকে সঙ্গী করে? হাওয়া অফিস জানান দিচ্ছে দেবীপক্ষে আবারও বৃষ্টিতে ভিজবে শহর। শুধু উত্তরে নয় দক্ষিণেও হতে পারে তুমুল বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টিতে ভিজতে পারে শহর।
উত্তরের অবস্থা (WB Weather Update)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের সব (WB Weather Update) জেলাতেই হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের প্রায় সব জেলাই ভাসবে বৃষ্টির জলে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কী বলছে হাওয়া অফিস? (WB Weather Update)
শনিবার ও রবিবার, দুই দিনই রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে আকাশ থাকবে (WB Weather Update) মেঘলা, সঙ্গে থাকবে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
শনিবারের পূর্বাভাস
শনিবার মূলত উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে বেশি সক্রিয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ারে কিছু স্থানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যা ৭ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যে হতে পারে।

এছাড়া, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিমির মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গও শনিবার বৃষ্টির প্রভাব থেকে মুক্ত নয়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া ও মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবারের সম্ভাব্য চিত্র
রবিবারও উত্তরবঙ্গে বজায় থাকবে একই ধরণের আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পৌঁছতে পারে ১১ সেমি পর্যন্ত।
আরও পড়ুন: Dakshineswar Metro: দক্ষিণেশ্বর মেট্রোয় রক্তারক্তি! ছুরির কোপে মৃত নাবালক
এদিন দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, হাওড়া, হুগলি এবং কলকাতা। সঙ্গে থাকবে ৩০-৪০ কিমি গতির দমকা হাওয়া।