ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার (WBBPE) বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার ছিল শুনানি। এই মামলার বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অবস্থান পরিবর্তন করল। আইনজীবী জয়দীপ গুপ্ত আদালতে জানান, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের সঙ্গে একমত। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তার আগে যারা দু’ বছরের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে, তারাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্য। প্রশিক্ষণহীন টেট পাশ প্রার্থীদের নিয়োগ নয়।
প্রশিক্ষণ না থাকলে প্রাথমিকের চাকরি না (WBBPE)
২০২২ সালের ২৯ সেপ্টেম্বরে প্রাথমিকের ১১,৭৬৫টি সহকারী শিক্ষক পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল(WBBPE)। তাতে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা অংশ নিয়েছিলেন। মোট ৯,৫৩৩ জনকে নিয়োগ করা হয়। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশ ছিল, ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রশিক্ষণ না থাকলে প্রাথমিকের চাকরি মিলবে না। ২০১৪ সালে টেট উত্তীর্ণদের মধ্যে যাঁদের ডিএলএড কোর্স করা ছিল না, তাঁরা ২০২০ থেকে ওই কোর্স করতে শুরু করেন। কিন্তু ২০২২-এর বিজ্ঞপ্তি জারির সময় তাঁরা প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র হাতে পাননি।
সুপ্রিম কোর্টে মামলা চলছিল (WBBPE)
নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাঁরা প্রশিক্ষণের শংসাপত্র হাতে পেয়ে গিয়েছিলেন (WBBPE)। এই দেরিতে ডিএলএড পাশ করা চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন কি না, তা নিয়েই সুপ্রিম কোর্টে মামলা চলছিল। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে অবস্থান নিয়েছিল, দেরিতে যাঁরা ডিএলএড পাশ করেছেন, তাঁদের চাকরি দেওয়া উচিত। কিন্তু এখন পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, যাঁরা নিয়োগের বিজ্ঞপ্তি জারির আগে ডিএলএড পাশ করেছেন, শুধু তাঁরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।
আরও পড়ুন: Congress Leader Himani: প্রকাশ্যে এল কংগ্রেস নেত্রী হিমানির দেহ লোপাটের সিসিটিভি ফুটেজ
আদালতের প্রশ্নের মুখে পর্ষদ
এর আগে পর্ষদ আগে বলেছিল, এরা অংশ নিতে পারবে। অবস্থান বদল করায় এদিন আদালতের প্রশ্নের মুখে পড়তে হল পর্ষদকে। বিচারপতি মনোজ মিশ্র বারবার জানতে চান, কেন অবস্থান বদল করছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ? জবাবে আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, কেন’র কোনও উত্তর হয় না। অবস্থান বদল হচ্ছে, এটাই সিদ্ধান্ত। সাফ জানিয়ে দিয়েছেন আগে যারা দু’ বছরের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে, তারাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্য। প্রশিক্ষণহীন টেট পাশ প্রার্থীদের নিয়োগ নয়।