Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে (WBJEE Result) চলেছে। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আগামী ৭ অগাস্ট। আজ, ৩১ জুলাই এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছে বোর্ড। পরীক্ষার প্রায় তিন মাস পর এই সম্ভাব্য দিন সামনে এল।
২৭ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল (WBJEE Result)
চলতি বছর ২৭ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া (WBJEE Result) হয়েছিল। প্রথমে বোর্ড ফল প্রকাশের জন্য ৫ জুন দিন ধার্য করলেও, সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এই বিষয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, “২৮ জুলাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আমরা ফলপ্রকাশের বিষয়ে এগোতে পেরেছি। এখন পরীক্ষার্থীদের ক্যাটেগরি আপডেটের কাজ শেষ হওয়ার অপেক্ষা।”
সোশ্যাল ক্যাটেগরি আপডেট (WBJEE Result)
বোর্ডের তরফে জানানো হয়েছে, ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত পরীক্ষার্থীরা (WBJEE Result) নিজেদের সোশ্যাল ক্যাটেগরি আপডেট করতে পারবেন। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের কাছে এসএমএস-এর মাধ্যমে এই নির্দেশ পাঠানো হয়েছে। বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রেজাল্ট প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হবে।
জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে ছিল ধোঁয়াশা
এই বিলম্বে একদিকে যেমন পড়ুয়াদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তেমনই উদ্বেগ বেড়েছিল অভিভাবকদের মধ্যেও। উচ্চমাধ্যমিক এবং অন্যান্য সমতুল্য পরীক্ষার ফল অনেক আগেই প্রকাশিত হলেও জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে ছিল ধোঁয়াশা। এই পরিস্থিতিতে বহু ছাত্রছাত্রী বিকল্প ব্যবস্থা হিসেবে বাইরে পড়তে যাওয়ার কথা ভাবছিলেন অথবা বেসরকারি কলেজে ভর্তি হবার কথা ভাবছিলেন।
অভিভাবকদের তরফে মামলা দায়ের
ফলপ্রকাশে বিলম্বের কারণে অ্যাকাডেমিক সেশনের মূল্যবান সময়ও চলে যাচ্ছিল। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখানে অভিভাবকদের তরফে মামলা দায়ের হয়। আদালত জানতে চায়, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে। রাজ্যের তরফে ‘সংরক্ষণ ইস্যু’-কে দায়ী করা হলেও, তা মানতে চাননি বিচারপতিরা।

আরও পড়ুন: Russia Volacno Eruption: ভূমিকম্পের পরে অগ্ন্যুৎপাত, রাশিয়ায় জেগে উঠেছে সক্রিয় আগ্নেয়গিরি!
সম্ভাব্য ফলপ্রকাশের দিন
২৯ জুলাই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, ৭ অগাস্টের মধ্যে রাজ্য এবং বোর্ডকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। আর ঠিক এই দিনটিকেই এখন সম্ভাব্য ফলপ্রকাশের দিন সামনে আনল বোর্ড।পরীক্ষার্থীদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ধারিত সময়ের মধ্যে ক্যাটেগরি আপডেট সম্পন্ন করা। তার পরেই মিলতে পারে বহু প্রতীক্ষিত জয়েন্টের রেজাল্ট।