ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যের ফলাফল (WBJEE Result) এখনও প্রকাশিত না হওয়ায় রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থেকে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (calcutta high court) ডিভিশন বেঞ্চের।রাজ্য সরকারকে এই বিষয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত রিপোর্ট পেশ করতে হবে। নির্দেশ হাইকোর্টের।
রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট (WBJEE Result)
রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল এখনও প্রকাশ না হওয়ায় কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা (WBJEE Result)। সেই মামলায় বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে দেরি (WBJEE Result)
পরীক্ষার্থীদের এক অভিভাবক দীপঙ্কর বিশ্বাস আদালতে আর্জি জানান, দেশের প্রায় সমস্ত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল (WBJEE Result) প্রকাশিত হয়ে গিয়েছে। কিন্তু এখনও পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশে দেরির ফলে রাজ্যের-ছাত্রছাত্রীরা দেশের অন্যান্য রাজ্যের পড়ুয়াদের তুলনায় পিছিয়ে পড়ছেন। তাই তিনি দ্রুত শুনানির আবেদন জানান।
আরও পড়ুন : Mamata Banerjee: বাঙালি হেনস্থা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, পরোক্ষভাবে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ!
‘ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে অবহেলা নয়’
মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। কবে ফল প্রকাশ সম্ভব, এবং এই দেরীর কারণ কী? তা আগামী বৃহস্পতিবারের মধ্যে জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।শুনানির সময় অপর বিচারপতি স্মিতা দাস স্পষ্টতই বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনওভাবেই অবহেলা করা চলবে না। এই জিনিস বরদাস্ত করা হবে না।’
আরও পড়ুন : Weather Forecast: আকাশে মেঘের ঘনঘটা, আর কতদিন চলবে বৃষ্টি?
সওয়ালে অভিভাবকদের পক্ষে আইনজীবী ঋতঙ্কর দাস ও সৌম্য দাসগুপ্ত যুক্তি দেন, দেশের বাকি সব প্রবেশিকা পরীক্ষার ফল যেমন IIT, NEET সহ একাধিক বেসরকারি পরীক্ষার ফল আগেই প্রকাশ হয়ে গিয়েছে। সেখানে বাংলা শুধু পিছিয়ে নয়, ছাত্রছাত্রীদের মেধা ও পরিশ্রম আজ প্রশ্নের মুখে। অনেক রাজ্যের পড়ুয়ারা ইতিমধ্যেই কলেজে ভর্তি হয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছে। একথা শোনার পর, ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছে এই বিষয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত রিপোর্ট পেশ করতে হবে।