ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরির(WBSETCL Recruitment) অভাবে হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ে দিনরাত মনোকষ্টে ভুগছেন। এই পরিস্থিতিতে এবার বেকারদের মুখে হাসি ফোটাতে চলেছে এই সরকারি সংস্থা। জেনে নিন কোন সংস্থা করতে চলেছে কর্মী নিয়োগ। কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন আপনি? কিভাবেই বা করবেন আবেদন।
কোন দপ্তরে হবে নিয়োগ? (WBSETCL Recruitment)
রাজ্য বিদ্যুৎ দফতরে(WBSETCL Recruitment) কর্মী নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইটিসিএল)-এর (West Bengal State Electricity Transmission Company Limited) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি।
কত শূন্য পদের সংখ্যা এবং কোন পদ? (WBSETCL Recruitment)
বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, পাঁচটি শূন্যপদে স্পেশাল অফিসার (সিকিউরিটি/ ল্যান্ড) এবং সার্ভেয়ার নেওয়া হবে(WBSETCL Recruitment)।
স্পেশাল অফিসার পদের যোগ্যতা
স্পেশাল অফিসার পদের জন্য কিন্তু কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। স্নাতক উত্তীর্ণ হলে প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন(WBSETCL Recruitment)। এছাড়াও, সিকিউরিটি বিভাগে স্পেশাল অফিসার পদে আবেদনের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ হতে হবে।
সার্ভেয়ার পদের যোগ্যতা
এক্ষেত্রে অবশ্য সার্ভেয়ার হিসাবে নিয়োগ (Recruitment) করা হবে সরকারি দফতরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে। সেই ব্যক্তিকে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন প্ল্যান সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। ৬০ বছর থেকে ৬২ বছরের ব্যক্তিরাই কেবলমাত্র আবেদন জানাতে পারবেন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে হবে নিয়োগ।
বেতন
একাধিক পদেই হবে কর্মী নিয়োগ। আর পদের পার্থক্যের সাথে সাথে বদলে যাবে বেতনের অঙ্ক। স্পেশাল অফিসার পদের জন্য মাসে স্যালারি ৫০০০০ টাকা। সার্ভেয়ার হিসাবে যোগ দিতে চাইলে সেক্ষেত্রে বেতন হতে পারে মাসিক পারিশ্রমিক হবে ২৭ হাজার টাকা।
কোথায় কোথায় হবে কর্মস্থল?
ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে যে, কলকাতা, মেদিনীপুর, দুর্গাপুরে হবে কর্মস্থল। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, একাধিক পদেই হবে কর্মী নিয়োগ।
আরও পড়ুন:Indian Oil Recruitment: কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি ইন্ডিয়ান অয়েলের
আবেদনের পদ্ধতি
এই পদ গুলিতে আবেদন করার জন্য ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি আপনি পেয়ে যাবেন ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলেই। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে বলা ইন্সট্রাকশন অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
আবেদনপত্র জমা দেওয়ার জন্য ১৩ ফেব্রুয়ারি শেষ দিন। তার মধ্যে আপনার যদি এই পদ গুলির প্রতি আগ্রহ থাকে তাহলে এই শেষ তারিখের মধ্যেই আবেদনটি সম্পূর্ণ করুন।