আর জি করের সেমিনার হলে SSKM-এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, অভীক দে'কে সাসপেন্ড তৃণমূলের

আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রী তরুণী চিকিৎসক খুনের দিন চারতলার সেমিনার রুমে অভীক দে নামে এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের প্রথম বর্ষের এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে দেখা গিয়েছে। জানুন বিস্তারিত...

আর জি করের সেমিনার হলে SSKM-এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, অভীক দে'কে সাসপেন্ড তৃণমূলের

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাস্থ্য দুর্নীতির অভিযোগে সোমবার রাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হতেই এস এস কে এম হাসপাতালের পিজিটি অভিক দে'র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। রাতেই অভিক দে'কে বরখাস্ত করল তৃণমূল কংগ্রেস। আরজি কর কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানা গিয়েছে। 

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার অভীক দে। এস এস কে এম হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রী তরুণী চিকিৎসক খুনের দিন চারতলার সেমিনার রুমে অভীক দে নামে এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের প্রথম বর্ষের এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে দেখা গিয়েছে। ঘটনার পরে সাংবাদিক বৈঠকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ঐ ছবি দেখিয়ে দাবি করেন অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। চিকিৎসক সমাজের পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয় লালজামা পরা  ওই চিকিৎসক কোনও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়। তিনি এস এস কে এম হাসপাতালের পোস্ট গ্রাজ্যুয়েট ট্রেনি। 

এমনকি মঙ্গলবার  তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি দিয়ে জানিয়ে দেন, আরজি কর হাসপাতালের ক্রাইম সিনে দেখতে পাওয়া ঐ পোস্ট গ্রাজ্যুয়েট ট্রেনিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এতেই সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে যে, আরজি কর হাসপাতালের ঘটনার অকুস্থলে কী করছিলেন ঐ পিজিটি?