Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শরতের রোদ গায়ে মাখতে না মাখতেই মাথার উপর জমছে কালো মেঘ(Weather Forecast)। আচমকাই নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। সেপ্টেম্বরের শুরুতেই দুর্গাপুজোর শহর কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টির খবরে ভেজা ভাব কাটছেই না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত এই আবহাওার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস(Weather Forecast)
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সক্রিয় কোনও নিম্নচাপ(Weather Forecast) না থাকলেও মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এই কারণেই তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিবেশ। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও হতে পারে হালকা বৃষ্টি, তবে কোনও সতর্কতা নেই শহরের জন্য।

জারি হলুদ সতর্কতা(Weather Forecast)
শনিবার ও রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, তবে সোমবার ফের সক্রিয় হবে বৃষ্টি(Weather Forecast)। সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই দিনের জন্য হাওয়া অফিস জারি করেছে ‘হলুদ সতর্কতা’। তবে সোমবারের পর আবার কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গবাসীর।

আরও পড়ুন: SIR নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক, বাংলা-সহ সব রাজ্যের সিইওদের তলব নির্বাচন কমিশনের
উত্তরেও দুর্যোগ পূর্বাভাস
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণের তুলনায় বেশি থাকবে। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিঙে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। কোচবিহারেও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আপাতত বড় কোনও সতর্কতা নেই, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে।