ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক দীর্ঘ অপেক্ষার পর (Weather Forecast) পরিবর্তনের সূচনা, তবে এখনও বর্ষার আসল অনুভূতি টের পাওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাতাসে গরমের উপস্থিতি বাড়বে, তবে আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
বর্ষার আসল আগমন! (Weather Forecast)
গতকালের নিম্নচাপ কেটে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Forecast) কিছুটা স্থির হয়েছে। তবে বর্ষার আসল আগমন এখনও উত্তর বঙ্গের জেলাগুলোতেই সীমাবদ্ধ। দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে বর্ষার প্রবেশ এখনও হয়নি এবং তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিশেষ করে কলকাতা এবং আশপাশের এলাকায় এখনও গরমের তীব্রতা বজায় থাকবে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Forecast)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পূর্ব (Weather Forecast) বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়াও, যা কিছুটা অস্থিরতার সংকেত দিতে পারে। তবে অন্য জেলার আবহাওয়া থাকবে শুকনো এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবারের পর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক ও গরম।
গরমের মাত্রা বাড়ার ফলে…
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস, তবে তার পরবর্তী চারদিনে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে। বিশেষ করে গরমের মাত্রা বাড়ার ফলে দুপুরের সময় বেশ অস্বস্তি অনুভূত হতে পারে।
কমলা সতর্কতা জারি
উত্তর বঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। বর্ষা আগেভাগে প্রবেশ করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।

ভারী বর্ষণের সতর্কতা
দার্জিলিং ও কালিম্পং এলাকায় রবিবারও ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। উত্তর বঙ্গের বৃষ্টি অব্যাহত থাকলেও তাপমাত্রাও বাড়বে। আগামী চারদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়ার কথা বলতে গেলে, শনিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা একটু বেশিই গরমের পরিচায়ক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি, যা মোটামুটি স্বাভাবিক। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম ছিল।
আরও পড়ুন: Saturday Horoscope: সামলে চলুন আজ, অযথা ব্যয় একদম নয়, জানুন শনিবারের রাশিফল…
সংক্ষেপে, দক্ষিণবঙ্গে গরমের মাত্রা বাড়ার সাথে সাথে বর্ষার আগমন এখনও দেরিতে, তাই মানুষকে গরম এবং শুষ্ক আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় স্থানীয়রা সতর্ক থাকুন। সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল থাকবে, তবে বর্ষার আসল আবির্ভাব দক্ষিণবঙ্গে এখনও বাকি রয়েছে।